রাসূল সা.-এর রমযানের ৭টি অভ্যাস

by Majed Mahmoud Bangla
Religion
Published: 3 years ago
|Updated: 3 years ago
previewImage

মাগফেরাত, বরকত, রহমত সেই সাথে সহানুভূতির মাস রমজান। এই মাসে নবী সা. অন্য সময়ের তুলনায় বেশি ইবাদত করতেন। বেশি কুরআন পড়তেন ও দান সদকা করতেন। নিচের টিপসগুলো রাসূলুল্লাহ সা.-এর রমযানের সুন্নাহ থেকে তৈরি করা :

7

Tasks

১. ইফতারের সময় হলে দ্রুত ইফতার করুন।

Daily 1x

২. ইফতারের আগে,ইফতারের সময় এবং ইফতারের পরে নির্দিষ্ট দু’আগুলো পাঠ করুন।

Daily 1x

৩. রমযান মাসে আপনার দান সদকার পরিমাণ বাড়িয়ে দিন।

Daily 1x

৪. যত বেশি সম্ভব কোরআন তেলাওয়াত করুন এবং কুরানের আয়াতগুলো নিয়ে চিন্তা-ভাবনা করুন।

Daily 1x

৫. সালাত-আল-তারাবীহ আদায় করুন।

Daily 1x

৬. সাহরি খাওয়া বাদ দেবেন না , সাহরির খাবারে আল্লাহ আপনার জন্য বরকত দান করেছেন।

Daily 1x

৭. রোজা অবস্থায় আপনার আচরণ সংযত রাখুন।

Daily 1x

Tags
avatar
Majed Mahmoud Bangla

0 Comments

Looking forward to your feedback