যেভাবে সবার পছন্দের ব্যক্তি হবেন

by Startup BD's Tips
Leadership
Published: 3 years ago
|Updated: 3 years ago

সকলেই চান মানুষের নিকট গুরুত্বপূর্ণ এবং আকর্ষনীয় এক ব্যক্তিত্ব হতে। বহু মানুষের ভীড়ে আমার নামটাই উচ্চারিত হোক, অন্যের তুলনায় আমাকে বেশি গুরুত্ব দেওয়া হোক, আমাকেই বেশি পছন্দ করুক- এগুলো মানুষের জন্মজাত আকাঙ্খা। মানুষকে ইমপ্রেস করতে গিয়ে অনেকেই ভুলবশত নিজের বড়ত্ব জাহির করে ফেলেন কিংবা অনেকেই আত্মবিশ্বাসের অভাবে ভুগেন। তাই মানুষের কাছে পছন্দনীয় ব্যক্তিত্ব হওয়ার জন্য নিচের টিপসগুলো অনুসরণ করতে পারেনঃ

6

Tasks

১। হাসিমুখে কথা বলুন। সামনের মানুষটির সত্যিকারের প্রশংসা করুন।

Daily 1x

২। সামনের মানুষটিকে বুঝান যে তিনি আপনার নিকট গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। এর জন্য প্রয়োজনে তার কাছ থেকে কোনো বিষয়ে পরামর্শ নিন।

Daily 1x

৩। নাম ধরে ডাকুন। কথার মাঝে যথাসম্ভব তার নাম রিপিট করুন।

Daily 1x

৪। তার প্রিয় জিনিসগুলোতে আগ্রহ ও কৌতুহল প্রকাশ করুন।

Daily 1x

৫। তার সাধ্যানুযায়ী তাকে দিয়ে আপনার কোনো কাজ করান।

Daily 1x

৬। নিজের ভুল স্বীকার করুন।

Daily 1x

Tags
avatar
Startup BD's Tips

1 Comments

Looking forward to your feedback

  • arohi
    3 years ago

    thanks❤️

    1