CV বা Resume এমন একটি ডকুমেন্ট যা সকলের সামনে আপনাকে রিপ্রেজেন্ট করে। কিন্তু কীভাবে আপনার CV বা Resume টি লিখবেন এটা নিয়ে হয়তো প্রায়ই আপনার মনে বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি হয়। CV এর ফরম্যাট কেমন হবে? কেন এবং কখনইবা এটি লিখতে হয়? এসব কনফিউশনগুলো আপনাকে অনেকটা পিছিয়ে দিতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল আপনার এবং আপনার ড্রিম জবের মধ্যে যে বিষয়গুলো রয়েছে তার প্রথমটিই হল আপনার CV বা Resume। এমন অনেক জায়গা আছে যেখানে হয়তো আপনি যেতেও পারবেন না, কিন্তু সেসব জায়গায় আপনার CV বা Resume যাবে। তাই আমাদের এই সিরিজের উদ্দেশ্য হল কিভাবে আপনার CV বা Resume তৈরি করবেন- সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। গত পর্বে আমরা আলোচনা করেছি CV রাইটিং এর বেসিক কিছু টিপস নিয়ে। আর আজ আমরা শেয়ার করবো CV রাইটিং এর ফরম্যাট নিয়ে বিশেষ কিছু টিপস।
Once
Once
Once
Once
Once
Looking forward to your feedback