স্মার্টফোন দিয়েই তৈরি করুন ইউটিউব ভিডিও

by Think Media Bangla
Technology
Published: 3 years ago
|Updated: 3 years ago

আপনার যদি অ্যান্ড্রয়েড, অ্যাপল বা অন্য যেকোনো ধরনের স্মার্টফোন থাকে তাহলে সেটি ব্যবহার করে আপনি হাই কোয়ালিটির ইউটিউব ভিডিও তৈরি করতে পারবেন। এ জন্যে আপনাকে জানতে হবে সঠিক কিছু কৌশলগুলো আর সেই সাথে আপনার প্রয়োজন পরবে কিছু গিয়ার বা সরঞ্জামের। আজ আমরা আপনাকে দেখাবো কিভাবে আপনার স্মার্টফোন দিয়েই আপনি নিখুঁতভাবে ভিডিও শুট করতে পারবেন। নিচে উল্লেখ করা ধাপগুলো অনুসরণ করে আপনি এই কাজটি সহজেই করতে পারবেনঃ

7

Tasks

১. ভিডিও শ্যুটের জন্যে একটি ভালো অ্যাঙ্গেলে ক্যামেরাটি স্থাপন করুন।

Once

২. আপনার ভিডিও গিয়ার এবং আনুষাঙ্গিক সরঞ্জাম যেমন - লাইটিং কিট, মাইক্রোফোন, ট্রাইপড এবং স্মার্টফোন মাউন্ট ইত্যাদি সেট করে নিন।

Once

৩. আপনার শটটি লক ডাউন করুন।

Once

৪. শুটিং শুরু করার আগে আপনার স্মার্টফোনের ক্যামেরার ভিডিও সেটিংস নির্বাচন করুন।

Once

৫. আপনার স্মার্টফোনের পেছনের ক্যামেরা ব্যবহার করে ভিডিওটি শুট করুন।

Once

৬. চিত্রগ্রহণের সময় সবসময় আপনার স্মার্টফোনের ক্যামেরা লেন্সের দিকে নজর রাখুন।

Once

৭. ভিডিও তৈরির মাধ্যমে আপনার আগেই ভেবে রাখা বিষয়টি পূর্ন আত্মবিশ্বাসের সাথে সবার সামনে নিয়ে আসুন।

Once

Tags
avatar
Think Media Bangla

0 Comments

Looking forward to your feedback