আপনারা সাইট বা ব্লগে হারাম অ্যাড দেখানো বন্ধ করতে চান?
যারা অনলাইনে নিজের ইউটিউব বা ব্লগ থেকে অ্যাডসেন্সের মাধ্যমে আয় করেন তাদের মধ্যে ইসলাম ধর্মের অনুসারী আমরা যারা আছি তাদের অনেকের জন্যই একটি বড় সমস্যা হচ্ছে আমাদের সাইটে গুগল কর্তৃক হারাম অ্যাড প্রদর্শন করা।
ইসলাম অনুযায়ী হারাম পণ্য বা পরিষেবা আমরা প্রদর্শন করতে পারি না। অথচ গুগল অ্যাডসেন্সের অ্যাডের বিষয়বস্তু আমাদের নিয়ন্ত্রণে না থাকার কারণে কিছু করতে পারি না। কিন্তু আমরা চাই যাতে আমাদের সাইটে এগুলো প্রদর্শিত না হয়।
আমরা অনেকেই জানি না যে আমরা চাইলেই এই হারাম অ্যাডগুলো বন্ধ করতে পারি।
কিভাবে?
বন্ধুরা, এই বিষয়টির সমাধানের জন্যই আজকের টিপস। নীচে দেয়া টিপসগুলো ফলো করে সহজেই আপনার সাইট থেকে হারাম অ্যাড বা আপনি যে অ্যাড চাচ্ছেন না সেগুলোর প্রদর্শন বন্ধ করতে পারবেন। চলুন দেখা নেয়া যাক টিপসগুলোঃ
9
Tasks
আপনার গুগল অ্যাডসেন্সের ড্যাশবোর্ডে যান।
Once
বাম পাশে উপরের কোনার মেন্যু থেকে Blocking Controls থেকে Ad Review Center-এ যান।
Once
প্রথম পদ্ধতি হচ্ছেঃ যে অ্যাড আপনার সাইটে আপনি দেখাতে চান না সেই অ্যাডের স্ক্রিনশট নিন।
Once
Ad Review Center এর Search by Image সার্চ বক্সে সেই স্ক্রিনশট টেনে নিয়ে ছেড়ে দিন বা আপলোড করুন।
Once
সার্চ অনুযায়ী আসা রেজাল্টগুলো থেকে যে অ্যাডগুলো আপনি বন্ধ করতে চান সেগুলোর নীচের বাম পাশে কোনায় Block this ad আইকনে ক্লিক করুন।
Once
দ্বিতীয় পদ্ধতিঃ Search by Image সার্চ বক্সে হারাম হতে পারে এমন কিওয়ার্ড দিয়ে সার্চ করুন। যেমন, Dating, gambling ইত্যাদি। এই কিওয়ার্ডের জন্য আসা রেজাল্টগুলোকে উপরের মত করে ব্লগ করে দিন।
Once
তৃতীয় পদ্ধতিঃ আপনার গুগল অ্যাডসেন্সের ড্যাশবোর্ডে গিয়ে বাম পাশে উপরের কোণার মেন্যু থেকে All Sites-এ ক্লিক করুন।