নতুন DSLR কেনার আগে যে ৫টি বিষয় জানা জরুরী

by Virtunus Tech Tips
Technology
Published: 2 years ago
|Updated: 2 years ago
previewImage

সখের ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফার হিসেবে প্রথম DSLR কেনা কিছুটা কঠিন। হাজারো ফিচার, অপশনের ভিড়ে নামীদামী ব্রান্ড থেকে খুঁজে নিয়ে ভালো DSLR চিনতে প্রাথমিক ভাবে যে জিনিষগুলোর ব্যাপারে আপনার ধারণা থাকা প্রয়োজন চলুন সে ব্যাপারে জেনে নেই।

5

Tasks

১. প্রথমে নির্ধারন করুন আপনি কোন কাজের জন্য ক্যামেরাটি ব্যবহার করবেন। ফটোগ্রাফির জন্য হলে HRD, Portrait, Night Mode ইত্যাদি এবং ভিডিওগ্রাফির ক্ষেত্রে Resolution, Frame Rate, Offered Speed ইত্যাদি মোড যুক্ত ক্যামেরা নির্বাচন করুন।

Once

২. ক্যামেরার সেন্সর সাইজ বুঝে নির্বাচন করুন। কারন সেন্সর যত বড় হবে, ততো বেশি সূক্ষ্ম আর স্পষ্ট ছবি তোলা সম্ভব হবে।

Once

৩. কেনার আগে ক্যামেরার বডি ভালো ভাবে দেখে নির্বাচন করুন। দেখতে একই রকম হলেও এতে নিজস্ব মাইক্রোফোন ব্যবস্থা, HDMI পোর্ট এবং কাস্টম বাটনের কি ফিচার রয়েছে সেগুলো দেখে নিন।

Once

৪. ক্যামেরার ব্রান্ড নির্বাচনের ক্ষেত্রে খেয়াল রাখুন যেন তাদের নিজস্ব প্রস্তুতকৃত লেন্স থাকে। বড় ব্রান্ডদের মাঝে নাইকনের লেন্সের মুল্য তুলনামুলক ভাবে সনি বা ক্যানন থেকে কিছুটা কম হয়ে থাকে।

Once

৫. ক্যামেরা কেনার ক্ষেত্রে মেগা পিক্সেলের ব্যাপারে খেয়াল রাখুন। যদিও অধিক মেগাপিক্সেল মানেই বেশি ভালো ছবি নয় তারপরও এ ব্যাপারে নজর রাখবেন।

Once

Tags
avatar
Virtunus Tech Tips

0 Comments

Looking forward to your feedback