স্মার্টফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যাওয়া স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য একটি অন্যতম প্রধান সমস্যা। ৮০ শতাংশেরও বেশি স্মার্টফোন ব্যবহারকারী এ নিয়ে অভিযোগ করে থাকেন।
বেশিরভাগক্ষেত্রে দুই বছরের অধিক সময় ধরে ব্যবহৃত স্মার্টফোনে চার্জ দ্রুত শেষ হতে থাকে। অনেক মোবাইলে এর আগে থেকেই এই সমস্যাটি শুরু হয়।
আসুন জেনে নেই কীভাবে ব্যবহার করলে স্মার্টফোনের চার্জ বেশি সময় ধরে রাখা যাবে :
10
Tasks
১. আপনার ফোনে Battery saver এবং Reading Mode অন করে রাখুন। Reading Mode অন করা থাকলে ডিসপ্লে একটু হলুদ লাগলেও তার চোখের জন্য ভালো।
Once
২. আপনার ফোনে 3g অপশন এ সিলেক্ট করে রাখুন। কেননা, অনেক জায়গায় ৩জি ঠিকমতো পেলেও ৪জি পাওয়া যায় না, বা পেলেও নেটওয়ার্ক ভালো থাকে না। সে জন্যে Automatic/Dua 4g অপশন বন্ধ করে রাখুন।
Once
৩. একসাথে অনেকগুলো অ্যাপস খুলে রাখবেন না। ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ চালু থাকলে তাতে ব্যাটারির উপর চাপ পড়ে এবং চার্জ দ্রুত শেষ হয়।