কি করলে মোবাইলের চার্জ আর দ্রুত শেষ হবে না?

by Projukty's Tips
Technology
Published: 3 years ago
|Updated: 2 years ago

স্মার্টফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যাওয়া স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য একটি অন্যতম প্রধান সমস্যা। ৮০ শতাংশেরও বেশি স্মার্টফোন ব্যবহারকারী এ নিয়ে অভিযোগ করে থাকেন। বেশিরভাগক্ষেত্রে দুই বছরের অধিক সময় ধরে ব্যবহৃত স্মার্টফোনে চার্জ দ্রুত শেষ হতে থাকে। অনেক মোবাইলে এর আগে থেকেই এই সমস্যাটি শুরু হয়। আসুন জেনে নেই কীভাবে ব্যবহার করলে স্মার্টফোনের চার্জ বেশি সময় ধরে রাখা যাবে :

10

Tasks

১. আপনার ফোনে Battery saver এবং Reading Mode অন করে রাখুন। Reading Mode অন করা থাকলে ডিসপ্লে একটু হলুদ লাগলেও তার চোখের জন্য ভালো।

Once

২. আপনার ফোনে 3g অপশন এ সিলেক্ট করে রাখুন। কেননা, অনেক জায়গায় ৩জি ঠিকমতো পেলেও ৪জি পাওয়া যায় না, বা পেলেও নেটওয়ার্ক ভালো থাকে না। সে জন্যে Automatic/Dua 4g অপশন বন্ধ করে রাখুন।

Once

৩. একসাথে অনেকগুলো অ্যাপস খুলে রাখবেন না। ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ চালু থাকলে তাতে ব্যাটারির উপর চাপ পড়ে এবং চার্জ দ্রুত শেষ হয়।

Once

৪. Auto Brightness অপশন অন রাখুন। স্ক্রীন অন-অফ টাইম ১৫/৩০ সেকেন্ড সেট করুন।

Once

৫. Live Wallpaper ব্যবহার করা থেকে বিরত থাকুন।

Once

৬. ডিস্পলে এমোলেড/সুপার এমোলেড হলে ডার্কমোড অন করে রাখুন। দিনের বেলা সম্ভব না হলে অন্তত সন্ধ্যা থেকে পরের দিনের সকাল পর্যন্ত ডার্কমোড অন রাখুন।

Daily 1x

7. ফোনের নোটিফিকেশনের sound এবং vibration অফ করে রাখুন।

Once

8. Location সার্ভিস অফ করে রাখুন। কাজের সময়ই শুধুমাত্র সেটি অন করে রাখা যেতে পারে।

Once

৯. ফোনের চার্জ ২০% এ চলে আসলেই মোবাইল চার্জ দেয়ার ব্যবস্থা করুন।

Daily 1x

১০. ভেঙ্গে ভেঙ্গে চার্জ দেয়া, অর্থাৎ একেবারে ৯০/১০০% চার্জ না দিয়ে ভেঙ্গে ভেঙ্গে চার্জ দিন।

Daily 1x

Tags
avatar
Projukty's Tips

1 Comments

Looking forward to your feedback

  • Md Delwar
    3 years ago

    hi

    0