দ্রুত শেখার জন্য যেভাবে ফাইনম্যান টেকনিকের (Feynman Technique) ব্যবহার করবেন
by Thomas Frank Bangla
Education
Published: 2 years ago
|Updated: 2 years ago
এলবার্ট আইনস্টাইনের বিখ্যাত একটি উক্তি রয়েছে, যদি আপনি কোনো বিষয়কে সহজভাবে ব্যাখ্যা করতে না পারেন, তাহলে আপনি নিজেই বিষয়টি ভালভাবে বুঝতে পারেন নি।
আপনি যদি কোনো কিছু দ্রুত সময়ের মাঝে শিখতে চান এবং আপনার পড়ার সময় কমিয়ে আনতে চান, সে ক্ষেত্রে ফাইনম্যান টেকনিক (Feynman Technique) আপনার কাজে আসতে পারে।
নিচে ফাইনম্যান টেকনিকের ৪টি গুরুত্বপূর্ণ নির্দেশনা এবং ২টি উদাহরণ বর্ননা করা হলোঃ
4
Tasks
১. একটি লেখার কাগজ নিয়ে একেবারে উপরের দিকে আপনার ধারণা বা কন্সপেটটি লিখুন।
Once
২. আপনার ধারণাটি বাকিদের কাছে নিজের ভাষায় বলার চেষ্টা করুন, যেন এ ব্যাপারটি আপনি আরো গভীরভাবে বুঝতে পারেন এবং মনে রাখতে পারেন।
Once
৩. আপনার ধারনাটি পর্যালোচনা করুন এবং খুঁজে বের করুন এর কোন অংশটি আপনি ভালো ভাবে বোঝেন নি বা কোন ব্যাপারে আপনার জানা বাকি আছে।
Once
৪. আপনার ব্যাখ্যাটি সংক্ষিপ্ত এবং সাবলীল করুন এবং এতে যেন ভাষা সংক্রান্ত জটিলতা বা টেকনিক্যাল শব্দ কম থাকে সেদিকে খেয়াল রাখুন।