নতুন টিভি কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরী

by Virtunus Tech Tips
Technology
Published: 3 years ago
|Updated: 2 years ago
previewImage

টিভি কেনার কথা ভাবছেন? কিন্তু এতো এতো বিজ্ঞাপন আর গাল ভরা নামের মাঝে ঠিক কোন টিভিটা কেনা ভালো হবে বা কোন ধরনের টিভি আপনার জন্য কার্যকরী হবে সেটা নিয়ে কিছুটা চিন্তায় পরেছেন? সে ক্ষেত্রে আমাদের এই টিপসটি হতে পারে আপনার জন্য সমাধানের একটি ক্ষুদ্র মাধ্যম।

7

Tasks

১. স্মার্ট টিভি না এন্ড্রয়েড টিভি কিনবেন এ ব্যাপারে প্রথমে সিদ্ধান্ত নিন।

Once

২. উভয় ধরনের টিভির ক্ষেত্রে কেনার আগে বাজারে প্রচলিত ভালো ব্রান্ড/ অফিসিয়াল- আন অফিসিয়াল/ ওয়ারেন্টির সময়কাল এগুলো যাচাই করে নিন।

Once

৩. স্মার্ট টিভি কেনার সময় প্রথমে নির্ধারন করুন কোন আকারের টিভি আপনি কিনতে চাচ্ছেন।

Once

৪. আকার নির্ধারনের পর টিভির রেজ্যুলেশনের দিকে নজর দিন। বাজারে প্রচলিত রেজ্যুলেশনের মধ্যে রয়েছে, 4K or Ultra HD: 3840 x 2160 pixels 2K: 2048 x 1080 pixels Full HD: 1920 x 1080 pixels HD: 1280 x 720 pixels

Once

৫. উপরের দুই ধরনের কোয়ালিটির বিষয়ে ধারণা নেবার পর টিভি কেনার আগে যাচাই করে নিন টিভির “প্যানেল টাইপ” বাজারে প্রচলিত প্যানেলের মাঝে অন্যতম হলো LED/LCD এবং OLED।

Once

৬. টিভি কেনার সময় স্পিকার সেটাপ এবং সাউন্ড কোয়ালিটি চেক করে নিন।

Once

৭. টিভির সাথে সেটটপ বক্স, গেমিং ডিভাইস বা কোনো এক্সটারনাল ডিভাইস যুক্ত করে ব্যবহার করার ইচ্ছে বা প্রয়োজন থাকলে টিভি কেনার আগে দেখে নিন USB, HDMI ইত্যাদি পোর্ট রয়েছে কি না।

Once

Tags
avatar
Virtunus Tech Tips

0 Comments

Looking forward to your feedback