শাবান মাসের আমল

by Islamic Lifestyle
Religion
Published: 2 years ago
|Updated: 2 years ago
previewImage

ইসলামে শাবান মর্যাদাপূর্ণ মাস। রসূল সা. এই মাসটিকে বিশেষভাবে গুরুত্ব দিতেন। আয়েশা রা. বলেন, ما رأيت رسول الله استكمل صيام شهر إلا رمضان وما رأيته أكثر صياما منه في شعبان রমযান ছাড়া কোনো মাসে রসূল সা. সারা মাস লাগাতার রোযা রাখতেন না। অন্য মাসগুলোর মধ্যে শাবান মাসেই তিনি সবচেয়ে বেশি রোযা রাখতেন। -সহিহ মুসলিম

5

Tasks

১. বেশি বেশি নফল রোযা রাখুন। রমযানে সারা মাস রোযা রাখার জন্য মানসিকভাবে প্রস্তুত হোন।

Daily 2x

২. গত রমযানের কাযা রোযা আগে না রেখে থাকলে শাবান মাসে অবশ্যই রোযাগুলো রেখে ফেলুন।

Daily 1x

৩. আল্লাহর কাছে রমযান পর্যন্ত হায়াত পাওয়ার এবং রোযা আদায়ের তওফিক প্রার্থনা করুন।

Daily 3x

৪. বেশি বেশি যিকির করুন। আল্লাহকে বার বার স্মরণ করুন।

Daily 3x

৫. বেশি বেশি দরূদ পাঠ করুন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য দোয়া করুন।

Daily 3x

Tags
avatar
Islamic Lifestyle

0 Comments

Looking forward to your feedback