নিজেকে আকর্ষণীয় করে তোলার ৫টি সহজ উপায়

by প্রহেলিকার টিপস
Life Hack
Published: 3 years ago
|Updated: 3 years ago

একজন মানুষ আরেকজন মানুষের প্রতি প্রধানত দুটি কারণে আকর্ষণ বোধ করে। একটি হচ্ছে বাইরের ছবি বা সহজ ভাষায় চেহারা আর আরেকটি হচ্ছে তার ভেতরের ছবি বা মন। একজন মানুষ খুব আকর্ষণীয় তার মানে এই নয় যে তার চেহারা খুব সুন্দর,হতে পারে তার ব্যক্তিত্ব কিংবা তার মানসিকতা,চালচলন অনেকের কাছেই আকর্ষণীয়। আপনি ‘পারফেক্ট 'লুক' নিয়ে জন্ম নেন নি বলে এটা ভাবা একান্তই অনুচিত যে, আপনার পক্ষে অন্যের কাছে আকর্ষণীয় হওয়া সম্ভব নয়! কিছু কৌশল রয়েছে যা অনুসরণ করলে আপনি সহজেই মানুষের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারেন।

5

Tasks

১. অন্যদের সাথে আলাপচারিতার সময় এমন কিছু বলুন যা মজাদার বা আগ্রহ সৃষ্টি করার মতন হয়।

Once

২. অপরিচিত কারো সাথে প্রথমবার কথা বলার সময় থেকেই নিজের ব্যক্তিত্বের প্রভাব তৈরি করুন।

Once

৩. কথা বলার সময় বিপরীতে থাকা মানুষটিকে উপলব্ধি করান যে আপনি তার কথা মনোযোগ দিয়ে শুনছেন, বোঝার চেষ্টা করছেন এবং তাকে গুরুত্ব দিচ্ছেন।

Once

৪. কথা বলার সময় আপনার বডি ল্যাঙ্গুয়েজ (Body Language) ঠিক রাখুন। যেমনঃ হাত বা মাথা নাড়িয়ে কথা বলা, চোখের দিকে তাকিয়ে কথা বলা ইত্যাদি।

Once

৫. নিয়মিত ব্যায়াম বা শরীরচর্চা করুন।

Daily 1x

Tags
avatar
প্রহেলিকার টিপস

0 Comments

Looking forward to your feedback