একজন মানুষ আরেকজন মানুষের প্রতি প্রধানত দুটি কারণে আকর্ষণ বোধ করে। একটি হচ্ছে বাইরের ছবি বা সহজ ভাষায় চেহারা আর আরেকটি হচ্ছে তার ভেতরের ছবি বা মন। একজন মানুষ খুব আকর্ষণীয় তার মানে এই নয় যে তার চেহারা খুব সুন্দর,হতে পারে তার ব্যক্তিত্ব কিংবা তার মানসিকতা,চালচলন অনেকের কাছেই আকর্ষণীয়। আপনি ‘পারফেক্ট 'লুক' নিয়ে জন্ম নেন নি বলে এটা ভাবা একান্তই অনুচিত যে, আপনার পক্ষে অন্যের কাছে আকর্ষণীয় হওয়া সম্ভব নয়! কিছু কৌশল রয়েছে যা অনুসরণ করলে আপনি সহজেই মানুষের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারেন।
Once
Once
Once
Once
Daily 1x
Looking forward to your feedback