গুনাহ মাফের উদ্দেশ্যে যে ৫টি সহজ আমল করতে পারেন

by Abdul Hi Muhammad Saifullah's Tips
Religion
Published: 3 years ago
|Updated: 3 years ago

শারীরিক অপরিচ্ছন্নতা যেমন নিয়মিত শরীর ধুয়ে সাফ করার মাধ্যমে করতে হয় তেমনি গুনাহের অপবিত্রতা থেকে নিজেকে পরিচ্ছন্ন করতে নিয়মিত কিছু আমলের চর্চা করতে হয়। নিচে কুরআন ও হাদীস নির্দেশিত সহজ পাঁচটি আমলের ব্যপারে বলা হলো। নিয়মিত এই আমলগুলো করতে পারলে আমাদের সগীরা গুনাহগুলো আল্লাহ তা’আলা চাইলে ক্ষমা করে দিতে পারেন।

5

Tasks

১. খাবার গ্রহণের পর اَلْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنِي هَذَا، وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلَا قُوَّةٍ (আলহামদুলিল্লাহিল্লাযী আত’আমানী হাযাত ত্বয়ামা, ওয়া রযাকানীহি মিন গইরি হাউলিম মিন্নী ওয়ালা কুউওয়াহ) দু’আটি পড়ুন।

Daily 3x

২. পোশাক পরিধান করার পর الْحَمْدُ لِلَّهِ الَّذِى كَسَانِى هَذَا الثَّوْبَ وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّى وَلاَ قُوَّةٍ (আলহামদুলিল্লাহিল্লাযী কাসানী হাযাস সাওবা, ওয়া রযাকানীহি মিন গইরি হাউলিম মিন্নী ওয়ালা কুউওয়াহ) দু’আটি পড়ুন।

Daily 1x

৩. পাঁচ ওয়াক্ত নামাযের পর سُبْحَانَ اللّٰهِ (সুবহানাল্লাহ) – ৩৩ বার, الْحَمْدُ لِلّٰهِ (আলহামদুলিল্লাহ) – ৩৩ বার, اللّٰهُ أَكْبَرُ (আল্লহু আকবার) – ৩৪ বার, لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ‏ (লা ইলাহা ইল্লাল্লহু ওয়াহদাহু লা শারীকালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আ’লা কুল্লি শাইয়িন ক্বদীর) – ১ বার পড়ুন।

Daily 5x

৪. অবসর সময়ে سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ‏ (সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী) দু'আটি পড়তে থাকুন।

Daily 1x

৫. বিছানায় ঘুমাতে যাবার পর لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ‏ (লা ইলাহা ইল্লাল্লহু ওয়াহদাহু লা শারীকালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আ’লা কুল্লি শাইয়িন ক্বদীর)। لَاحَوْلَ وَلَا قُوَّةَ اِلَّا بِا اللهِ (লা হাউলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লাহ) এবং سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ (সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লহু আল্লহু আকবার) দু'আগুলো পাঠ করুন।

Daily 1x

Tags
avatar
Abdul Hi Muhammad Saifullah's Tips

0 Comments

Looking forward to your feedback