ব্লেন্ডারে মেয়নিজ বানানোর সবচেয়ে সহজ রেসিপি

by khadija's kitchen
Cooking
Published: 3 years ago
|Updated: 3 years ago
previewImage

মেয়নিজ বানানোর রেসিপি টা কোন হোটেল বা রেস্টুরেন্টের তৈরি মেয়নিজ না হলে ও এটার স্বাদ এতটাই ইয়াম্মি যে এটা আপনাকে বারে বারে বানাতে বাধ্য করবে। মেয়নিজ তৈরি করতে লাগছে ঘরে থাকা অল্প কিছু উপকরণ যা প্রত্যেকের ঘরে থাকে। এই মেয়নিজের ব্যবহার যেকোন স্নাক্স আইটেমে এনে দিবে স্বাদের বাহার

4

Tasks

১.উপকরণ- ★ডিম-১টা ★ভিনিগার -১ টেবিল চামচ ★চিনি -১ চা চামচ ★সাদা গোল মরিচ -১/৪ চা চামচ ★সরিষার গুড়া -১/৪ চা চামচ ★তেল-১ কাপ ★লবণ- পরিমাণ মতো

Once

২.তেল বাদে বাকি সমস্ত উপকরণ ব্লেন্ডারের মগে নেই

Once

৩.এবার ব্লেন্ড করতে থাকি তেল অল্ল অল্প ঢালি

Once

৪.তেল ঢালা শেষ হলেও কিছুক্ষণ ব্লেন্ড করতে থাকি। ব্যস হয়ে যাবে মেয়নিজ

Once

Tags
avatar
khadija's kitchen

0 Comments

Looking forward to your feedback