শিক্ষা আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। প্রাচীনকালে বেঁচে থাকার তাগিদে মানুষকে শিখতে হয়েছে শিকারের অভিনব কৌশল এবং সময়ের সাথে তাল মিলিয়ে তাদের রপ্ত করতে হয়েছে ভাল মানের হাতিয়ার তৈরির উপায়। একইভাবে বর্তমানেও আমাদের অস্তিত্ব রক্ষার্থে শিখতে হয় নতুন নতুন কৌশল। কিন্তু বদলেছে শেখার ধরন। আজকাল আমরা শিখি, উদাহরণস্বরূপ, কীভাবে একটি বাদ্যযন্ত্র বাজাতে হয়, কীভাবে দ্বিতীয় ভাষা শিখতে হয়, কীভাবে আঁকতে হয়, কীভাবে কোড করতে হয়, এমন আরও অনেক কিছু। সুতরাং, কীভাবে দ্রুত শিখতে হয় তার জন্য কিছুটা সময় ব্যয় করা খুবই স্বাভাবিক। আপনার শেখার গতি বাড়ানোর জন্য এখানে ৫টি আশ্চর্যজনক মস্তিষ্কের হ্যাক দেয়া হল! নিচের টিপসগুলো অনুশীলনের মাধ্যমে আপনিও কোন কিছু শিখতে পারবেন অতি দ্রুত গতিতে।
Daily 1x
Once
Daily 1x
Daily 1x
Daily 1x
Looking forward to your feedback