প্রতিবছর বিশ লক্ষাধিক বাংলাদেশী শিক্ষাজীবন শেষ করে কর্মবাজারে প্রবেশ করে। চরম প্রতিদ্বন্দিতাপূর্ণ এই শ্রমবাজারে গুরুত্বপূর্ণ সংখ্যক কর্মপ্রত্যাশীরা বেকার থেকে যায়। সুযোগ হাতছাড়া হওয়ার একটি বড় কারণ হলো কর্মক্ষেত্রগুলোর শূণ্য পদের বিপরীতে কয়েকগুণ প্রার্থী আছে যাদের যোগ্যতার ধরণ একই। প্রতিযোগিতায় টিকে থাকতে প্রয়োজন দক্ষতা অর্জন, পরিশ্রম, উদ্যম ও পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেয়ার ক্ষমতা। যে পেশাই হোক না কেন, ক্যারিয়ারে সফল হতে কয়েকটি পদক্ষেপ অপরিহার্য। তাই, চলুন জেনে নেই, সেই অপরিহার্য পদক্ষেপগুলো। নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিশ্চিত করুন আপনার ক্যারিয়ার।
Once
Once
Daily 1x
Daily 1x
Once
Daily 1x
Daily 1x
Daily 1x
Daily 1x
Daily 1x
Daily 1x
Looking forward to your feedback
স্যার, আমার নাম সূর্যদীপ রায়। আমি কমার্সের একজন স্টুডেন্ট। আমি গত কয়েকদিন ধরে সিদ্ধান্তহীনতায় ভুগছি। কারণ আগামী 30 তারিখ আমার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হবে।তো এই মুহূর্তে একেক জন একেক কথা বলছে যে জেনারেল পড়তে পারো অনেক সকল ধরনের ভালো অপরচুনিটি পাবে। আবার অনেকে বলছে পলিটেকনিকেলে চার বছরের ডিপ্লোমা করার পর তুমি অর্থ উপার্জনে সক্ষম হবে। আর আমার স্বপ্ন হচ্ছে আমি একজন ব্যবসায়ী উদ্যোক্তা হব। তো এই মুহূর্তে আমার জন্য কোন পড়াশোনা টি ভালো হবে দয়া করে বলবেন স্যার।