ক্যারিয়ারে সফলতা অর্জনের পদ্ধতি

by Munir Hasan's Tips
Career
Published: 3 years ago
|Updated: 2 years ago

প্রতিবছর বিশ লক্ষাধিক বাংলাদেশী শিক্ষাজীবন শেষ করে কর্মবাজারে প্রবেশ করে। চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই শ্রমবাজারে গুরুত্বপূর্ণ সংখ্যক কর্মপ্রত্যাশী বেকার থেকে যায়। সুযোগ হাতছাড়া হওয়ার একটি বড় কারণ হলো কর্মক্ষেত্রগুলোর শূণ্য পদের বিপরীতে কয়েকগুণ প্রার্থী আছে যাদের যোগ্যতার ধরণ একই। প্রতিযোগিতায় টিকে থাকতে প্রয়োজন দক্ষতা অর্জন, পরিশ্রম, উদ্যম ও পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেয়ার ক্ষমতা। যে পেশাই হোক না কেন, ক্যারিয়ারে সফল হতে কয়েকটি পদক্ষেপ অপরিহার্য।

11

Tasks

আপনার লক্ষ্য সম্পর্কে পরিষ্কার ধারনা রাখুন। জীবনে অথবা ক্যারিয়ারে ঠিক কোথায় বা কোন পর্যায়ে পৌঁছতে চান সেটা ঠিক করে ফেলুন।

Once

সেখানে পৌঁছানোর পদ্ধতি খুঁজে বের করুন। হিসাব করে বের করুন যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে কোন কোন কাজ প্রয়োজনীয়, কাজেগুলোর পূর্বশর্ত কী কী এবং সেইসব যোগ্যতা অর্জনের জন্য কী কী করা দরকার।

Once

নিজেকে তৈরি করুন আজ থেকেই। আগামীকাল নয়। নিজের জায়গা নিজেই করে নিন। নিজের যোগ্যতা ও কাজ করার ইচ্ছাকে দৃঢ়ভাবে প্রকাশ করুন।

Daily 1x

জানাশোনা বিষয়গুলোতে পুরোপুরি পারদর্শীতা অর্জন করুন। নতুন কিছু শিখতে শুরু করলে তা পরিপূর্ণভাবে (এ টু জেড) শিখুন।

Daily 1x

নিজেকে আলাদাভাবে গড়ে তুলুন ও উপস্থাপন করুন। এমন কিছু জ্ঞান/যোগ্যতা অর্জন করুন যা অন্যদের নেই। অনন্য হয়ে উঠুন।

Once

প্রথমেই কর্মক্ষেত্রের সুযোগ সুবিধা নিয়ে চিন্তা করবেন না। বরং কাজের ক্ষেত্রে পরিশ্রমী, উদ্যমী ও নিবেদিত হন।

Daily 1x

কাজ সমাধান করা পর্যন্ত লেগে থাকুন। নিজ থেকে দায়িত্ব সচেতন হন। দায়িত্বে কোনোরকম অবহেলা করবেন না। তাৎক্ষনিক ফল পাওয়ার আশা করবেন না।

Daily 1x

পরিবর্তনের জন্য তৈরি থাকুন, চ্যালেঞ্জ গ্রহণ করুন। নতুন নতুন স্কিল শেখার মাধ্যমে আপডেটেড থাকুন।

Daily 1x

স্বচ্ছ চিন্তা করার সামর্থ্য অর্জন করুন। যেকোনো সমস্যা সমাধান করার সামর্থ্য ও টিম স্পিরিট রাখুন।

Daily 1x

নেটওয়ার্কিং বা যোগাযোগের পরিধি বৃদ্ধি করুন। Connectivity is Productivity।

Daily 1x

শেখার ক্ষেত্রে হোক কিংবা কাজের ক্ষেত্রে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হাল ছাড়বেন না।

Daily 1x

Tags
avatar
Munir Hasan's Tips

1 Comments

Looking forward to your feedback

  • Surjadip Roy
    3 years ago

    স্যার, আমার নাম সূর্যদীপ রায়। আমি কমার্সের একজন স্টুডেন্ট। আমি গত কয়েকদিন ধরে সিদ্ধান্তহীনতায় ভুগছি। কারণ আগামী 30 তারিখ আমার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হবে।তো এই মুহূর্তে একেক জন একেক কথা বলছে যে জেনারেল পড়তে পারো অনেক সকল ধরনের ভালো অপরচুনিটি পাবে। আবার অনেকে বলছে পলিটেকনিকেলে চার বছরের ডিপ্লোমা করার পর তুমি অর্থ উপার্জনে সক্ষম হবে। আর আমার স্বপ্ন হচ্ছে আমি একজন ব্যবসায়ী উদ্যোক্তা হব। তো এই মুহূর্তে আমার জন্য কোন পড়াশোনা টি ভালো হবে দয়া করে বলবেন স্যার।

    3