
ত্বকের জেল্লা বাড়াতে আর বয়স আটকাতে ভরসা রাখুন এই Vitamin E Moisturizing Cream ত্বক রুক্ষ বা শুষ্ক থাকলে তা দেখতে যেমন ভাল লাগে না আর তার পাশাপাশি মনটাও যেন ভাল থাকে না। শুষ্ক ত্বককে সতেজ রাখতে ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং যেমন মাস্ট। তেমনি এর পাশাপাশি ফেসপ্যাকও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকের মুখের মধ্যে কালচে ছোপ দাগ পড়ে, সেই নিয়ে আমরা নানান ওষুধ, ক্রিম ব্যবহার করে থাকি। তাতে যে ভাল ফল হয়, তা কিন্তু নয়, অনেকসময়েই হিতে বিপরীতটাই হয়। তাই বাজার চলতি কসমেটিক ভুলে প্রাকৃতিক উপায়েই ভরসা রাখুন। সেইসব সমস্যার থেকে মুক্তি পেতে রইল কয়েকটি সমাধান। ত্বকের যত্নের ক্রিম, পুষ্টিকর ভিটামিন ই সহ মসৃণ জমিন যা সূর্যমুখী তেলের প্রাকৃতিক মানকে একত্রিত করে।আর্দ্রতা ভারসাম্য জন্য, শুষ্কতা হ্রাস, ক্র্যাকিং, জ্বালা, সূক্ষ্ম রেখা ধীরে ধীরে অন্ধকার বৃত্ত এবং অন্ধকার দাগগুলি যখন সূর্যের UV রশ্মি রক্ষা করে, মসৃণ, নরম, আর্দ্র, প্রাকৃতিক আভা প্রকাশ করে কীভাবে ব্যবহার করবেন: আপনার মুখ বা শরীরের সমস্ত অংশে ক্রিম লাগান। বিশেষত শুকনো জায়গা আপনি যে কোনও সময় চাইবেন।
Once

Looking forward to your feedback