দ্রুত পড়তে পারার ৫টি কার্যকর উপায়

by Thomas Frank Bangla
Education
Published: 3 years ago
|Updated: 3 years ago

দ্রুত পড়া সম্ভব, যদিও সেটি সবসময় ভালো কিছু হবে তেমনটা না। কিন্তু আপনার হাতে যদি পর্যাপ্ত সময় না থাকে, তাহলে দ্রুত পড়ার অভ্যাস আপনাকে অধিক পরিমাণ বই পড়তে সাহায্য করবে। আগের থেকে দ্রুত পড়ার জন্য, আপনাকে সঠিক উপায় এবং কৌশল জানতে হবে। থমাস ফ্রাঙ্কস দ্রুত পড়ার এমন ৫টি উপায় বর্ণনা করেছেন যা মেনে চললে আপনিও অল্প সময়ে পড়ায় পারদর্শী হয়ে উঠতে পারবেন।

5

Tasks

১. সময় পেলেই পড়ুন, অধিক পরিমানে পড়ুন, গভীরভাবে পড়ুন, কঠোরভাবে পড়ুন এবং চ্যালেঞ্জিং বিষয় নিয়ে পড়ুন।

Daily 1x

২. পড়ার সময় একঘেয়েমি এবং দিবাস্বপ্ন দেখার অভ্যাস ঝেড়ে ফেলুন এবং মূল ব্যাপারটি পড়ে বোঝার চেষ্টা করুন।

Once

৩. আসল পড়া শুরু করার আগে "প্রি-রিড" করুন। সে সময় অধ্যায় বা চ্যাপ্টারের নাম, বিভাগ বা সেকশনের নাম আর বিষয়বস্তুর সারণী বা টেবিল অফ কন্টেন্ট দেখে নিন।

Once

৪. আপনি যখন কোনো গভীর বিষয় পড়বেন, তখন পড়াগুলোর বিশেষ অংশগুলো পড়ুন বা স্কিমিং করুন। এ কাজের জন্যে Pseudo-skimming মেথড ব্যবহার করতে পারেন।

Once

৫. পড়ার গতির দিকে খেয়াল না রেখে শেখার গতির প্রতি মনোযোগী হোন, যেন আপনি সর্বোচ্চ জ্ঞান অর্জন করতে পারেন।

Once

Tags
avatar
Thomas Frank Bangla

0 Comments

Looking forward to your feedback