বমির উদ্রেক হলে বা বমি হলে যা করবেন

by Enzaime Limited
Health
Published: 3 years ago
|Updated: 2 years ago
previewImage

বমির উদ্রেক হওয়া বা বমি হওয়া একটি সাধারণ কিন্তু কষ্টদায়ক সমস্যা। যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসের হেমাটোলজি ও অনকোলজি বিশেষজ্ঞ ডাঃ ডেভিড মাসিয়েলো এই ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন যেগুলো নিচে দেয়া হলোঃ ** আপনার শারীরিক অবস্থার ভিত্তিতে প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করুণ, নিম্নে বর্ণিত টিপসসমূহ যে কোনো ব্যক্তির শারীরিক বা মানসিক স্বাস্থ্যের উপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারে, তাই নিম্নোক্ত পরামর্শ প্রয়োগে কোনো ধরনের জটিলতার সৃষ্টি হলে লেখক বা কর্তৃপক্ষ দায়ী হবে না **

5

Tasks

১. বমি ভাব হলে বা বমি হতে থাকলে আপনি প্রয়োজন মত আদা মিশ্রিত পানীয়, আদা-চা অথবা সোডা পানীয় পান করে নিন।

Once

২.প্রয়োজন অনুসারে ইলেক্ট্রোলাইটস (electrolytes) যুক্ত স্পোর্টস ড্রিঙ্ক (sports drink) পান করুন।

Once

৩.পানির সাথে পরিমিত পরিমানে স্যালাইন মিশিয়ে প্রয়োজন অনুসারে পান করুন।

Once

৪. আপনার এই বমি বা বমিভাব যদি গর্ভাবস্থার জন্যে না হয়ে থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মোশন সিকনেসের ঔষধ (motion sickness medications) সেবন করুন।

Once

৫. চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি বমির চিকিৎসায় অ্যান্টিমেটিক ঔষধ (antiemetic medication) সেবন করে দেখুন।

Once

Tags
avatar
Enzaime Limited

0 Comments

Looking forward to your feedback