কীভাবে সুন্দরভাবে আর আত্মবিশ্বাসের সাথে কথা বলবেন?
by প্রহেলিকার টিপস
Life Hack
Published: 10 months ago
|Updated: 10 months ago
এমন অনেকেই আছেন যারা নতুন কারো সাথে কথা বলতে অথবা কারো সাথে কথোপকথন শুরু করতে ভয় বা দ্বিধা অনুভব করেন। কথা বলতে যেয়ে ভুল কিছু বলে ফেললে কি হবে সেটা নিয়ে দুশ্চিন্তাও করেন অনেকে। আর আত্নবিশ্বাস কম থাকার কারনে চাইলেও অনেক সময় আপনি হয়তো গুছিয়ে কিছু বলতে পারেন না।
নিজেকে আত্মবিশ্বাসী রূপে সবার সামনে উপস্থাপন করতে তাই আপনাকে দ্রুত এই অস্বস্তি আর জড়তা কাটিয়ে উঠতে হবে। নিচে এমনই ৪টি পরামর্শ দেয়া হয়েছে যেগুলো মেনে চললে আপনি সহজেই সুন্দর করে এবং আত্নবিশ্বাসের সাথে যে কারো সঙ্গে কথা বলতে পারবেন।
4
Tasks
১. কথার মাঝে অপ্রয়োজনীয় শব্দ যেমনঃ আ ,হুম, আচ্ছা, ঠিক আছে, u know, normally ইত্যাদি ব্যবহার করা থেকে বিরত থাকুন।
Once
২. অনর্গল মুখস্থের মত কথা না বলে থেমে থেমে সময় নিয়ে কথা বলুন।
Once
৩. কারো সাথে কথা বলার সময় ঘন ঘন প্রশ্ন করা থেকে বিরত থাকুন। প্রশ্নের বদলে বিবৃতিমূলক বাক্য ব্যবহার করে কথা বলুন। যাতে সে আপনার সাথে কথা বলার জন্যে টপিক এবং আগ্রহ দুটোই খুঁজে পাওয়া যায়।
Once
৪. কথা বলার সময় নিজের কথার মাঝে সে পরিমাণ তথ্য রাখুন, যার থেকে আপনার সামনে থাকা ব্যক্তি টপিক পছন্দ করে কথোপকথন চালিয়ে নিতে পারে। অপর প্রান্তে থাকা ব্যক্তি কথা বলার সময় আপনিও একই কাজ করুন।