আজকাল কমবেশি সবাই খুশকির সমস্যায় ভুগে থাকেন। খুশকি হলো আমাদের মাথার মরা চামড়া বা ডেড সেল। এর অন্যতম কারণ হচ্ছে দূষণ। চুল ঝড়া, চুল রুক্ষ হয়ে যাওয়া এবং মাথার চামড়ায় বিভিন্ন ইনফেকশনের জন্য দায়ী এই খুশকি। শুরু থেকেই খুশকি নিয়ন্ত্রণে সচেষ্ট না হলে পরে এটি আর নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় না। তাই আসুন জেনে নেই, খুশকি নিয়ন্ত্রণের কিছু ব্যতিক্রমধর্মী টিপস, যা এই সমস্যা থেকে আপনাকে চিরতরে মুক্তি দিতে পারে। প্রথম দুটি ঘরোয়া রেমিডি এবং তৃতীয়টি সবচেয়ে কার্যকরী স্যাম্পুর উদাহরণ।
Once
Once
Daily 1x
Looking forward to your feedback