খুশকি (ড্যানড্রাফ) থেকে বাঁচুন মাত্র ৩টি উপায়ে

by Startup BD's Tips
Health
Published: 3 years ago
|Updated: 3 years ago

আজকাল কমবেশি সবাই খুশকির সমস্যায় ভুগে থাকেন। খুশকি হলো আমাদের মাথার মরা চামড়া বা ডেড সেল। এর অন্যতম কারণ হচ্ছে দূষণ। চুল ঝড়া, চুল রুক্ষ হয়ে যাওয়া এবং মাথার চামড়ায় বিভিন্ন ইনফেকশনের জন্য দায়ী এই খুশকি। শুরু থেকেই খুশকি নিয়ন্ত্রণে সচেষ্ট না হলে পরে এটি আর নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় না। তাই আসুন জেনে নেই, খুশকি নিয়ন্ত্রণের কিছু ব্যতিক্রমধর্মী টিপস, যা এই সমস্যা থেকে আপনাকে চিরতরে মুক্তি দিতে পারে। প্রথম দুটি ঘরোয়া রেমিডি এবং তৃতীয়টি সবচেয়ে কার্যকরী স্যাম্পুর উদাহরণ।

3

Tasks

১। সামান্য পরিমাণ অ্যাপল সাইডার ভিনেগার (Apple Cider) ও জল মিশিয়ে নিন। তারপর স্যাম্পুর পরিবর্তে এই মিশ্রণটি আপনার চুলে ব্যবহার করুন।

Once

২। পরিষ্কার ন্যাপকিনে দুটি অ্যাসপিরিন ট্যাবলেট রেখে গুড়ো করে নিন। তারপর এটি আপনার স্যাম্পুর সাথে মিশিয়ে চুলে ব্যবহার করুন।

Once

৩। খুশকির জন্য ডাক্তারের নির্দেশিত স্যাম্পুগুলো ব্যবহার করুন। যেমন- Scalpe plus shampoo, Nuforce ketoconzole 2% shampoo

Daily 1x

avatar
Startup BD's Tips

0 Comments

Looking forward to your feedback