গীবত থেকে বাঁচার পথ

by Manzur e Elahi's Tips
Religion
Published: 3 years ago
|Updated: 2 years ago

গীবত অর্থাৎ পরনিন্দা বা পরচর্চা করা কঠোরভাবে নিষিদ্ধ একটি কাজ। শুধু নাজায়েজই নয়, এটি একটি কবীরা গুনাহ। আল্লাহ তা’আলা বলেন, وَلَا تَجَسَّسُوا وَلَا يَغْتَبْ بَعْضُكُمْ بَعْضًا أَيُحِبُّ أَحَدُكُمْ أَنْ يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ অর্থ : আর তোমরা দোষ খুঁজে বেড়িয়ো না এবং তোমাদের কেউ যেন অপরের গীবত না করে। তোমাদের কেউ কি পছন্দ করবে তার মৃত ভাইয়ের গোশত খেতে? তোমরা তো আবশ্যই তা ঘৃণা করো। অর্থাৎ গীবত করা মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য। (সূরা হুজুরাত, আয়ত : ১২) কিন্তু মানুষের মন এমন যে, গীবত করে সে মজা পায়। নফসের প্রণোদনায় নিষিদ্ধ কাজ করতে মানুষ আগ্রহ বোধ করে। আড্ডাবাজি করতে আমাদের ভালো লাগে। অনেক সময় গল্পগুজবের প্রসঙ্গ জুড়েই থাকে গীবত। এই ভয়াবহ পাপ থেকে বেচে থাকার কয়েকটি মৌলিক উপায় নীচে দেয়া হল :

8

Tasks

বেশি বেশি আল্লাহকে স্মরণ করুন। কোরআনের গীবত সংশ্লিষ্ট আয়াতগুলো মনে করুন।

Once

পূর্ণ মনযোগের সাথে নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করুন।

Once

কেউ গীবত করলে তাকে সচেতন করে দিন। জানিয়ে দিন গীবতের কারণে সম্পর্ক নষ্ট হয় এবং আখিরাতে ভয়াবহ শাস্তি পেতে হবে।

Once

মানুষের জন্য কল্যাণ কামনা করুন। কাউকে ভুল করতে দেখলে সদুপদেশ দিয়ে, আলোচনার মাধ্যমে তাকে ওই ভুল কাজ থেকে বিরত রাখার চেষ্টা করুন।

Once

মজা করেও মন্দ বা বিকৃত নামে ডাকবেন না।

Once

গীবতের চর্চা হয় এমন কোনো আসর বা আলাপ থেকে দূরে থাকুন

Once

আল্লাহর সাথে এই ওয়াদা করুন যে আপনি কখনো গীবত করবেন না।

Once

ভুলবশত যেসব গীবত হয়ে গেছে তার জন্য কায়মনোবাক্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন

Once

Tags
avatar
Manzur e Elahi's Tips

0 Comments

Looking forward to your feedback