অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার আবেদনের জন্য বাংলাদেশী শিক্ষার্থী হিসেবে যে ধাপগুলো অনুসরন করবেন
by Virtunus Tech Tips
Education
Published: a year ago
|Updated: a year ago
বাংলাদেশ থেকে উচ্চশিক্ষার জন্য যে কয়টি দেশে শিক্ষার্থীরা যেতে অধীক আগ্রহী তার মাঝে অস্ট্রেলিয়া অন্যতম। ইংরেজি ভাষাভাষী এই দেশের শিক্ষার মান যেমন ভালো তেমনি এখানকার জীবন ব্যবস্থাও বাংলাদেশের শিক্ষার্থীদের আকৃষ্ট করে সহজেই।
তাই আপনিও যদি অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট হিসেবে আবেদনের জন্য আগ্রহী হোন তাহলে নিচের দেয়া পরামর্শগুলো আপনার জন্যেও হতে পারে গুরুত্বপূর্ণ।
10
Tasks
১. শিক্ষা প্রতিষ্ঠানে আবেদনের আগে পড়া, থাকা - খাওয়ার জন্য কি পরিমান অর্থ প্রয়োজন সে ব্যাপারে বিস্তারিত জেনে নিন।
Once
২. শিক্ষা প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী ইংরেজি ভাষাগত দক্ষতার সনদ গ্রহনের চেষ্টা করুন।
Once
৩. আপনার পছন্দ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করুন এবং সার্টিফিকেট অব এলিজিবিলিটি গ্রহন করুন।
Once
৪. অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন অথরিটির কাছে নিজের আবেদন একাউন্ট খুলুন।
Once
৫. আবেদনের প্রয়োজনীয় সকল তথ্য ডিজিটাল মাধ্যমে সংরক্ষণ করুন।
Once
৬. আপনার চারিত্রিক সনদ গ্রহন করুন। অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী হিসেবে যাবার জন্য এ সনদ অত্যন্ত গুরুত্বপূর্ন।
Once
৭. ভিসা এপ্লিকেশন অনলাইনে পূরন করুন সেই সাথে ভিসা মূল্য প্রদান করে TRN-number গ্রহন করুন।
Once
৮. উপরোক্ট প্রকিয়া সম্পন্ন হবার পর হেলথ চেক-আপ এবং ইন্টারভিউ সেশনে যোগ দিন।
Once
৯. নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করুন এবং ভিসার ফলাফল জেনে নিন।
Once
১০. ভিসা প্রক্রিয়া সম্পন্ন হবার পর অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশত্যাগ করুন।