সুস্থ থাকতে রসূল সা.-এর ৪টি দোয়া

by Faruk Ferdous
Religion
Published: 2 years ago
|Updated: 2 years ago
previewImage

রসূল সা. বলেছেন, سَلوا اللهَ العفوَ والعافيةَ، فإنَّ أحدًا لم يُعطَ بعد اليقينِ خيرًا من العافيةِ আল্লাহর কাছে ক্ষমা, নিরাপত্তা ও সুস্থতা চাও, ঈমানের পর নিরাপত্তা ও সুস্থতাই সবচেয়ে উত্তম নেয়ামত। -সুনানে তিরমিযী, সুনানে নাসায়ী এই হাদীস থেকে বোঝা যায়, সুস্থতার জন্য বেশি বেশি দোয়া করা উচিত। বিশেষত বড় বড় রোগ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া উচিত। আসুন আমরা সুস্থ থাকার জন্য রসূল সা.-এর কিছু দোয়ার কথা জানি এবং নিয়মিত পাঠ করার চেষ্টা করি :

4

Tasks

১. সকালে ও সন্ধ্যায় পাঠ করুন : اللّهُـمَّ إِنِّـي أسْـأَلُـكَ العَـفْوَ وَالعـافِـيةَ في الدُّنْـيا وَالآخِـرَة ، اللّهُـمَّ إِنِّـي أسْـأَلُـكَ العَـفْوَ وَالعـافِـيةَ في ديني وَدُنْـيايَ وَأهْـلي وَمالـي ، اللّهُـمَّ اسْتُـرْ عـوْراتي وَآمِـنْ رَوْعاتـي ، اللّهُـمَّ احْفَظْـني مِن بَـينِ يَدَيَّ وَمِن خَلْفـي وَعَن يَمـيني وَعَن شِمـالي ، وَمِن فَوْقـي ، وَأَعـوذُ بِعَظَمَـتِكَ أَن أُغْـتالَ مِن تَحْتـي. হে আল্লাহ! আমি আপনার নিকট দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা চাই। হে আল্লাহ! আমি আপনার নিকট ক্ষমা এবং আমার দীন, দুনিয়া, পরিবার ও সম্পদের নিরাপত্তা চাই। হে আল্লাহ! আপনি আমার দোষত্রুটিগুলো ঢেকে রাখুন এবং ভীতিপ্রদ বিষয়সমূহ থেকে আমাকে নিরাপদ রাখুন। হে আল্লাহ! আপনি আমাকে হেফাযত করুন আমার সম্মুখ থেকে, আমার পিছন দিক থেকে, আমার ডান দিক থেকে, আমার বাম দিক থেকে এবং আমার উপর দিক থেকে। হে আল্লাহ! আমি আপনার মর্যাদার ওয়াসিলায় মাটিতে ধ্বসে যাওয়া থেকে আপনার কাছে আশ্রয় চাইছি। -সুনানে আবু দাউদ, মুসনাদে আহমদ

Daily 2x

২. সকালে ও সন্ধ্যায় তিনবার করে পাঠ করুন : بسم الله الذي لايضر مع اسمه شيئ في الأرض ولا في السماء وهو السميع العليم (বিসমিল্লাহি আল্লাযি লা য়াযুররু মাআ ইসমিহি শাইউন ফিল আরযি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম) ওই আল্লাহর নামে যার নামের সঙ্গে আসমান জমিনের কোনো কিছু কোনো ধরণের ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা ও সর্বাজ্ঞ। -সুনানে তিরমিযি, আবু দাউদ

Daily 2x

৩. বেশি বেশি এই দুআ পড়ুন : اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ وَالْجُنُونِ وَالْجُذَامِ وَمِنْ سَيِّئِ الأَسْقَامِ (আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল-বারাসি ওয়াল-জুনুননি ওয়াল-জুযামি ওয়া মিন সায়্যিইল আসকামি) হে আল্লাহ! আমি শ্বেত, পাগলামি, কুষ্ঠ এবং ঘৃণ্য রোগগুলো থেকে তোমার আশ্রয় প্রার্থনা করছি। -সুনানে আবু দাউদ, সুনানে নাসায়ী

Daily 5x

৪. বেশি বেশি এই দুআটি পড়ুন : اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الصِّحَّةَ وَالْعِفَّةَ وَالأَمَانَةَ وَحُسْنَ الْخُلُقِ وَالرِّضَا بِالْقَدَرِ (আল্লাহুম্মা ইন্নি আসআলুকাস-সিহহাতা ওয়াল-ইফফাতা ওয়াল-আমানাতা ওয়া হুসনিল-খুলুকি ওয়ার-রিযা বিল-কাদারি) হে আল্লাহ! আমি তোমার কাছে সুস্বাস্থ্য, পুত-পবিত্র চরিত্র, আমানতদারি এবং তাকদীরের উপর সন্তুষ্টি প্রার্থনা করছি। -আল-আদাবুল মুফরাদ লিলবুখারী

Daily 5x

Tags
avatar
Faruk Ferdous

0 Comments

Looking forward to your feedback