ঈদুল ফিতরের ১০টি সুন্নাহ

by Islamic Lifestyle
Religion
Published: 2 years ago
|Updated: 2 years ago
previewImage

‘ঈদ’ শব্দটি আরবি ‘আওদ’ থেকে উৎকলিত। ‘আওদ’ অর্থ ঘুরে আসা, প্রত্যাবর্তন করা। ঈদ মানে প্রতি বছর ঘুরে ফিরে আসে এ রকম একটি দিন। আরবিতে বিশেষ দিবস বা উৎসবের দিনকে ঈদ বলে। ফিতর অর্থ রোজা ভাঙা বা ইফতার করা। আমাদের কাছে পরিচিত ‘রোজার ঈদ’কে ইসলামি পরিভাষায় বলা হয় ঈদুল ফিতর বা রোজা ভাঙার উৎসব। পুরো রমজানে প্রতিদিন সূর্যাস্তের পর মুসলমানরা উপবাস ভাঙে। এটা শুধু সেদিনের রোজা বা উপবাসের ইফতার। ঈদের দিন এক মাসের নিয়মিত উপবাস ভাঙা হয়। সেটাও এক রকম ইফতার। রোজাদারের জন্য প্রত্যেক দিনের ইফতারের মুহূর্তই আনন্দের, ঈদুল ফিতরের দিন বিশেষভাবে আনন্দের ও উৎসবের। রাসুল (সা.) বলেছেন, لِلصَّائِمِ فَرْحَتَانِ: فَرْحَةٌ عِنْدَ فِطْرِهِ، وَفَرْحَةٌ عِنْدَ لِقَاءِ رَبِّهِ রোজাদারের জন্য দু’টি আনন্দক্ষণ রয়েছে, ইফতারের সময় সে আনন্দিত হয়, রবের সঙ্গে দেখা করার সময় আবার সে আনন্দিত হবে। -সহিহ বুখারী আসুন আমরা ঈদুল ফিতরের সুন্নাহগুলো জানি :

10

Tasks

১. ভালোভাবে গোসল ও মিসওয়াক করুন। ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন রসূল সা. ঈদুল ফিতর ও আজহার দিন গোসল করতেন। -সহিহ বুখারী

Once

২. সুন্দর ও উত্তম পোষাক পরিধান করুন।

Once

৩. ঈদগাহে যাওয়ার আগে কিছু খেয়ে নিন। আনাস রা. বর্ণিত, তিনি বলেন, নবীজি সা. ঈদুল ফিতরের দিন সকালে কিছু খেজুর খেতেন। অন্য এক বর্ণনামতে, তিনি বেজোড় সংখ্যক খেজুর খেতেন। -সহিহ বুখারী

Once

8. ঈদগাহে যাওয়ার আগে বা যাওয়ার পথে আপনার ওপর ওয়াজিব সদকাতুল ফিতর আদায় করুন। নিজের ও পরিবারভুক্ত নির্ভরশীল মানুষদের পক্ষ থেকে এই সদকা আদায় করতে হয়। এ বছর প্রতিজনের সদকাতুল ফিতরের বাজারমূল্য সর্বনিম্ন ৭৫ টাকা থেকে সর্বোচ্চ ২৩১০ টাকা।

Once

৫. ঈদগাহে যাওয়ার সময় তাকবির বলুন। আল্লাহ তাআলা রোযা শেষে রোযা রাখার তওফিক দেওয়ার জন্য শুকরিয়া স্বরূপ তার বড়ত্ব ঘোষণা করার নির্দেশ দিয়ে বলেছেন, “এবং তিনি তোমাদেরকে যে হিদায়াত দিয়েছেন, তার জন্য আল্লাহর বড়ত্ব ঘোষণা কর এবং শোকর আদায় করো।” সূরা বাকারা, আয়াত : ১৮৫

Once

৬. ঈদগাহে যাওয়ার সময় যে পথ ধরে গিয়েছিলেন, বাড়ি ফেরার সময় অন্য পথ ধরে ফিরুন এবং আশপাশের দরিদ্র, অভাবীদের খোঁজ খবর নিন। জাবির ইবনে আবদুল্লাহ রা. থেকে বর্ণিত, নবীজি সা. ঈদের দিন ঈদগাহে আসা-যাওয়ার রাস্তা পরিবর্তন করতেন। -সহিহ বুখারী

Once

৭. পায়ে হেঁটে ঈদগাহে যান। ইবনে উমর (রা.) বর্ণনা করেন, রাসুল সা. পায়ে হেঁটে ঈদগাহে যেতেন এবং পায়ে হেঁটে ঈদগাহ থেকে ফিরতেন। -সুনানে তিরমিযী

Once

৮. ঈদগাহে যাওয়ার সময় শিশুদের সঙ্গে নিয়ে যান। আবদুল্লাহ ইবনে ওমর রা. থেকে বর্ণিত, রাসুল সা. দুই ঈদের দিন ঈদগাহে যাওয়ার সময় ফজল ইবনে আব্বাস, আবদুল্লাহ ইবনে আব্বাস, আব্বাস, আলি, জাফর, হাসান, হোসাইন, উসামা ইবনু জায়দ, জায়দ ইবনু হারিসা, আয়মান ইবনু উম্মু আয়মান রাদিয়াল্লাহু আনহুমকে সঙ্গে নিয়ে উচ্চস্বরে তাকবির পাঠ করতে করতে বের হতেন। তিনি কামারদের রাস্তা দিয়ে ঈদগাহে যেতেন এবং ফেরার সময় মুচিদের রাস্তা দিয়ে ঘরে আসতেন। -আস-সুনানুল-কুবরা লিল-বায়হাকী

Once

৯. খুশু খুযুর সাথে ঈদের সালাত আদায় করুন এবং মনোযোগ দিয়ে ঈদের খুতবা শুনুন।

Once

১০. ঈদগাহ থেকে ফিরে দুই রাকাত নফল সালাত আদায় করুন। আবু সাঈদ খুদরি রা. থেকে বর্ণিত রাসূল সা. ঈদের নামাজের আগে কোনো নামাজ পড়তেন না। তবে নামাজের পর ঘরে ফিরে দুই রাকাত নামাজ আদায় করতেন। -সুনানে ইবনে মাজাহ

Once

Tags
avatar
Islamic Lifestyle

0 Comments

Looking forward to your feedback