বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন, শ্রেষ্ঠ রাত কদরের রাত, শ্রেষ্ঠ মাস রমজান মাস আর প্রতি সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন। জুমার দিন ইসলামে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। আল্লাহ তাআলা এই দিনে আদম আ.- কে সৃষ্টি করেছেন। পৃথিবীতেও পাঠিয়েছেন এই দিনে। তার তওবা কবুল করার ঘোষণা দিয়েছেন এই দিনে। আদম আ.-এর মৃত্যুও হয়েছিলো জুমার দিনে। কেয়ামত সংঘটিত হবে জুমার দিনে। জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশেষ আমল জুমার নামায। জুমার নামায যেন কোনোভাবেই ছুটে না যায়। হাদীসে এসেছে, যে তিনটি জুমায় অনুপস্থিত থাকে, (উপযুক্ত কারণ ছাড়া) আল্লাহ তার অন্তরে মোহর মেরে দেন। তার নাম মুনাফিকদের তালিকায় লেখা হয়। জুমার নামাযের আগে খুতবা শুরু হওয়া পর্যন্ত ফেরেশতারা মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকেন। যারা নামায পড়তে আসেন তাদের নাম তালিকাভুক্ত করেন। খুতবা শুরু হলে নাম লেখা বন্ধ হয়ে যায় এবং ফেরেশতারাও খুতবা শুনতে বসে যান। এখানে জুমার দিনের ১৫ টি সুন্নাহ উল্লেখ করছি। আল্লাহ সবাইকে এই সুন্নাহগুলো পালন করার তওফিক দিন।
Weekly 1x
Weekly 1x
Weekly 1x
Weekly 1x
Weekly 1x
Weekly 1x
Weekly 1x
Weekly 1x
Weekly 1x
Weekly 1x
Weekly 1x
Weekly 1x
Weekly 1x
Weekly 1x
Weekly 1x
Looking forward to your feedback