জুমার দিনের ১৫ টি সুন্নাহ

by Mizanur Rahman Azhari's Tips
Religion
Published: 3 years ago
|Updated: 2 years ago

বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন, শ্রেষ্ঠ রাত কদরের রাত, শ্রেষ্ঠ মাস রমজান মাস আর প্রতি সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন। জুমার দিন ইসলামে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। আল্লাহ তাআলা এই দিনে আদম আ.- কে ‍সৃষ্টি করেছেন। পৃথিবীতেও পাঠিয়েছেন এই দিনে। তার তওবা কবুল করার ঘোষণা দিয়েছেন এই দিনে। আদম আ.-এর মৃত্যুও হয়েছিলো জুমার দিনে। কেয়ামত সংঘটিত হবে জুমার দিনে। জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশেষ আমল জুমার নামায। জুমার নামায যেন কোনোভাবেই ছুটে না যায়। হাদীসে এসেছে, যে তিনটি জুমায় অনুপস্থিত থাকে, (উপযুক্ত কারণ ছাড়া) আল্লাহ তার অন্তরে মোহর মেরে দেন। তার নাম মুনাফিকদের তালিকায় লেখা হয়। জুমার নামাযের আগে খুতবা শুরু হওয়া পর্যন্ত ফেরেশতারা মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকেন। যারা নামায পড়তে আসেন তাদের নাম তালিকাভুক্ত করেন। খুতবা শুরু হলে নাম লেখা বন্ধ হয়ে যায় এবং ফেরেশতারাও খুতবা শুনতে বসে যান। এখানে জুমার দিনের ১৫ টি সুন্নাহ উল্লেখ করছি। আল্লাহ সবাইকে এই সুন্নাহগুলো পালন করার তওফিক দিন।

15

Tasks

১. জুমার দিন ফজরের নামাযটি অবশ্যই যথাযথভাবে জামাতের সাথে পড়ুন।

Weekly 1x

২. গোসল করুন।

Weekly 1x

৩. মিসওয়াক করুন।

Weekly 1x

৪. শরীর ও চুলে তেল দিন।

Weekly 1x

৫. সুগন্ধী ব্যবহার করুন। বিশেষ করে জুমার জামাতে যাওয়ার আগে পোশাকে সুগন্ধী লাগান।

Weekly 1x

৬. পরিচ্ছন্ন পোশাক পরিধান করুন।

Weekly 1x

৭. বেশি বেশি দরূদ পড়ুন।

Weekly 1x

৮. সূরা কাহাফ তেলাওয়াত করুন।

Weekly 1x

৯. জুমার জন্য মসজিদে দ্রুত উপস্থি হোন।

Weekly 1x

১০. হেঁটে মসজিদে যান।

Weekly 1x

১১. মসজিদে ঢুকে দুই রাকাত নামায পড়ুন।

Weekly 1x

১২. মসজিদে ঢুকে যেখানে জায়গা পান বসে পড়ুন। মানুষকে ডিঙিয়ে সামনে যাবেন না।

Weekly 1x

১৩. চুপ থেকে খুতবা শুনুন। খুতবার সময় কথা বলবেন না।

Weekly 1x

১৪. ঘুম আসলে জায়গা পরিবর্তন করে বসুন।

Weekly 1x

১৫. জুমার দিন বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করুন। বিশেষ করে মাগরিবের আগে কিছু সময় আল্লাহর কাছে দোয়া করুন।

Weekly 1x

avatar
Mizanur Rahman Azhari's Tips

0 Comments

Looking forward to your feedback