অ্যালোভেরার মাধ্যমে ত্বক ও মুখের যত্ন নেবার ১০টি ঘরোয়া উপায়
by 5-Minute Crafts Bangla
Health
Published: 4 years ago
|Updated: 4 years ago
প্রাকৃতিক অনন্য গুনে ভরা অসামান্য এক উপাদান এই অ্যালোভেরা। অ্যালোভেরা দিয়ে ঘরে বসে সহজেই তৈরি করে নেয়া সম্ভব ত্বক ও মুখের যত্ন নেবার নানান উপকরণ।
ত্বক ও মুখের যত্ন নেবার এই সব ঘরোয়া পদ্ধতি নিচে বর্ণনা করা হলোঃ
10
Tasks
১. চুলের খুশকি দূর করতে অ্যালোভেরার সাথে কন্ডিশনার, অলিভ অয়েল এবং নারিকেল তেলের মিশ্রণ তৈরি করে মাথার যে স্থানে খুশকি রয়েছে সেখানে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। খুশকি মুক্ত হওয়া পর্যন্ত প্রক্রিয়াটি চালিয়ে যান। ০:১৫
Daily 1x
২. রোদে ত্বক পুড়ে গেলে (Sunburn) বরফ জমানোর ট্রে তে অ্যালোভেরা ঢেলে বরফ করে নিন, ব্যথা কমাতে এবং ত্বক ময়শ্চারাইজ করতে আক্রান্ত স্থানে ব্যবহার করুন। ১:০৪
Once
৩ ডার্ক স্পট বা ব্রণের দাগ দূর করতে, অ্যালোভেরা ব্লেন্ডারে দিয়ে তরল করে নিয়ে তাতে টিস্যুপেপার ভিজিয়ে নিয়ে ১৫ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। ১:৩০
Once
৪ শেভিং ক্রিম ফুরিয়ে গেলে তার স্থলে অ্যালোভেরা ব্যবহার করুন। ২:৩৫
Once
৫ অ্যালোভেরার কাণ্ডের টুকরো কেটে নিয়ে এর নরম অংশে চালেরগুড়ো মাখিয়ে নিয়ে ন্যাচারাল ফেস স্ক্রাব (natural face scrub) হিসেবে ব্যবহার করুন। ২ঃ৫০
Once
৬ শীতের দিনে হাতের শুষ্ক চামড়ার যত্ন নিতে অ্যালোভেরার সাথে মধু মিশিয়ে নিয়মিত ব্যবহার করুন। ৩:১১
Daily 1x
৭ মুখের অনাকাঙ্ক্ষিত ব্রণ বা পিম্পল দূর করতে, অ্যালোভেরার সাথে টুথপেস্ট মিশিয়ে নিয়ে যে স্থানে ব্রণ বা পিম্পল হয়েছে সেখানে কিছুক্ষন লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। ৩:৩৮
Once
৮ অ্যালোভেরা, নারিকেল তেল, গ্লিসারল (glycerol) এবং মধু মিশিয়ে ঘরোয়া উপায়ে ফেসওয়াশ তৈরি করুন এবং ত্বকের মেক-আপ তুলতে ব্যবহার করুন। ৪:১০
Once
৯ ত্বক ময়শ্চারাইজ করতে এবং ত্বকের রুক্ষতা দূর করতে অ্যালোভেরার কাণ্ডের ছোট একটি টুকরো নিয়ে এর উপড়ের জেলের মতন অংশটি আঙ্গুল দিয়ে কিছুটা নরম করে মুখে কিছুক্ষণ ঘষে পরিষ্কার করে ফেলুন। ৫:০৯
Once
১০ মুখের ত্বকের যত্নে টোনার এবং মিস্ট (toner and mist) করতে অ্যালোভেরার সাথে গোলাপ জল (rose water) এবং বিশুদ্ধ পানি (purified water) মিশিয়ে মুখে স্প্রে করুন। ৫:৪৬