প্রোডাক্টিভ কনভারসেশনের ৪টি কার্যকর উপায়

by 10 Minute School's Tips
Self-Development
Published: 3 years ago
|Updated: 3 years ago

আমাদের কর্মজীবনে প্রতিনিয়ত আমরা সরাসরি কথা, কল, মেসেজ, ই-মেইল বা প্রেজেন্টেশনের মাধ্যমে অন্যদের সাথে যোগাযোগ করি। এই কথোপকথনগুলো যতো কার্যকরি হয়, আমাদের লক্ষে পৌঁছানোর সম্ভবনা ততো বেড়ে যায়। প্রোডাক্টিভ কনভারসেশনের জন্য যে উপায়গুলো অবলম্বন করা যেতে পারে সেগুলো নিচে দেয়া হলোঃ

6

Tasks

১. আলোচনা শুরুর আগে নির্ধারণ করে নিন যে কোন প্রশ্নগুলোর উত্তর আপনার জানা প্রয়োজন।

Once

২. কারো সাথে ছোট আলোচনা করলেও একটি কনভারসেশন মিনিটস তৈরি করে তাকে পাঠিয়ে দিন।

Once

৩. অন্য কারো দোষ নিয়ে আলোচনা করবেন না।

Once

৪. আলোচনা শুরুর আগে আপনি কতটুকু সময় নেবেন তা নির্ধারণ করে নিন।

Once

৫. আলোচনায় গুরুত্বপূর্ণ তথ্যের নোটস নিন।

Once

৬. মিটিং সামারি করার সময় সবার ডেলিভারেবলসগুলো একবার রিভিজিট করুন।

Once

Tags
avatar
10 Minute School's Tips

0 Comments

Looking forward to your feedback