আমাদের দেশের অনেক মুসলমান জানেনই না আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ফরয। অনেক দীনদার মানুষও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, আত্মীয়তার হক আদায় ও দায়িত্ব পালনের ব্যাপারে উদাসীন থাকেন। অথচ এটা নামায রোযার মতোই অবশ্য-পালনীয় ইবাদত। কুরআনে আল্লাহ বার বার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার নির্দেশ দিয়েছেন। হাদীসে এসেছে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা না করলে আখেরাতের শাস্তি তো রয়েছেই, দুনিয়াতেও এ জন্য শাস্তি ভোগ করতে হবে। আসুন জেনে আসি কীভাবে আমরা সহজে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে পারি :
Daily 2x
Daily 1x
Daily 1x
Looking forward to your feedback