কীভাবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবেন

by Dr Khandaker Abdullah Jahangir's Tips
Religion
Published: 3 years ago
|Updated: 3 years ago

আমাদের দেশের অনেক মুসলমান জানেনই না আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ফরয। অনেক দীনদার মানুষও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, আত্মীয়তার হক আদায় ও দায়িত্ব পালনের ব্যাপারে উদাসীন থাকেন। অথচ এটা নামায রোযার মতোই অবশ্য-পালনীয় ইবাদত। কুরআনে আল্লাহ বার বার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার নির্দেশ দিয়েছেন। হাদীসে এসেছে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা না করলে আখেরাতের শাস্তি তো রয়েছেই, দুনিয়াতেও এ জন্য শাস্তি ভোগ করতে হবে। আসুন জেনে আসি কীভাবে আমরা সহজে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে পারি :

3

Tasks

১. আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আল্লাহর ফরয ইবাদত এটা মনে প্রাণে উপলব্ধি করুন। এটাকে শুধু সামাজিক দায়িত্ব ভাববেন না।

Daily 2x

২. আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাকে নিজের দায়িত্ব ভাবুন। আপনার কোনো আত্মীয় তার দায়িত্বের ব্যাপারে উদাসীন হলেও আপনার দায়িত্ব আপনি পালন করে যান।

Daily 1x

৩. একমাত্র আল্লাহর কাছে প্রতিদান আশা করুন। মানুষের কাছ থেকে প্রতিদান পাওয়ার আশা করবেন না। ধন্যবাদ পাওয়ার আশাও রাখবেন না।

Daily 1x

avatar
Dr Khandaker Abdullah Jahangir's Tips

0 Comments

Looking forward to your feedback