আমরা আল্লাহর গোলাম। তাঁকে সন্তুষ্ট করাই আমাদের একমাত্র জীবনব্রত। পবিত্র কুরআনে নানা স্থানে আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের কিছু সাধারণ গুণাবলি ও বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন।
আল্লাহকে সন্তুষ্ট করতে হলে, তাঁর কাছের ও পছন্দের বান্দাদের তালিকায় সামিল হতে হলে যেসব গুণাবলি অর্জন করতে করতে হবে তা নিচে বর্ণনা করা হল :
11
Tasks
১। চলাফেরায় বিনয়ী হওয়ার চেষ্টা করুন, কোনোভাবেই দম্ভিকতা প্রকাশ করবেন না ।
Daily 1x
২। মূর্খ লোকদের এড়িয়ে চলুন।
Daily 1x
৩। রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়ুন।
Daily 1x
৪। আল্লাহ্ তায়ালার কাছে জাহান্নাম থেকে পানাহ চান।
Daily 2x
৫। মিতব্যয়িতা অবলম্বন করুন।
Daily 1x
৬। অন্যায়ভাবে মানুষকে হত্যা করবেন না ।
Once
৭। যিনা- এর মতো অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখুন।