জীবনের যে কোনো কাজে তৎপর হওয়া খুবই গুরুত্বপূর্ণ। এখানে, মূল চাবিকাঠি হলো কাজের মান। জীবনে কর্মতৎপর হওয়ার জন্য, আপনাকে কিছু মৌলিক নিয়ম মেনে চলতে হবে। জীবনে আরও কার্যকর হতে হলে নিম্নলিখিত পদ্ধতিগুলো মেনে চলার চেষ্টা করুন।
7
Tasks
১. মৌলিক কোনো কিছুর উপর ভিত্তি করে এর মান এবং গুনাবলী পরিমাপ করুন।
Once
২. মানুষ যেভাবে বুঝতে পারে সে ভাবে বলতে শিখুন।
Daily 1x
৩. আপনাকে বোঝে এমন মানুষের সাথে কাজ করুন।
Daily 1x
৪. কর্ম সম্পাদন ও সম্পন্ন করতে তৎপর হোন।
Daily 1x
৫. যে কোনো নথিকে সুগঠিত পদ্ধতিতে সাজাতে শিখুন।
Daily 1x
৬. আপনার পছন্দের ব্যাপারে জানুন।
Daily 1x
৭. সঠিক কাজগুলো অগ্রাধিকার দিতে শিখুন, কারণ এই কাজেই সবচাইতে বেশি বিভ্রান্তির সৃষ্টি হয়।