আল্লাহর জমিনে যত বড় বড় অপরাধ কিংবা কবিরা গুনাহ রয়েছে তার মধ্যে গীবত অন্যতম। আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে গীবতকে মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সাথে তুলনা করেছেন। দৈনন্দিন জীবনে আমরা ইচ্ছায় বা অনিচ্ছায় অন্যের দোষচর্চা করে ফেলি। পরবর্তীতে নিজের ভুল বুঝে অনুতপ্তও হই।
গীবতে বান্দার হক নষ্ট হয়। তাই শুধু ইস্তেগফার করলেই এটি থেকে ক্ষমালাভ করা যায় না। নিচে গীবতের ৫টি কাফফারা বা ক্ষতিপূরণের কথা উল্লেখ করা হলো, যেগুলোর মাধ্যমে আশা করা যায় গীবতকারীর গুনাফ মাফ হবে ইনশাআল্লাহ।