গীবতের কাফফারা বা ক্ষতিপূরণের ৫টি সহজ উপায়

by Sheikh Ahmadullah's Tips
Religion
Published: 3 years ago
|Updated: 3 years ago

আল্লাহর জমিনে যত বড় বড় অপরাধ কিংবা কবিরা গুনাহ রয়েছে তার মধ্যে গীবত অন্যতম। আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে গীবতকে মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সাথে তুলনা করেছেন। দৈনন্দিন জীবনে আমরা ইচ্ছায় বা অনিচ্ছায় অন্যের দোষচর্চা করে ফেলি। পরবর্তীতে নিজের ভুল বুঝে অনুতপ্তও হই। গীবতে বান্দার হক নষ্ট হয়। তাই শুধু ইস্তেগফার করলেই এটি থেকে ক্ষমালাভ করা যায় না। নিচে গীবতের ৫টি কাফফারা বা ক্ষতিপূরণের কথা উল্লেখ করা হলো, যেগুলোর মাধ্যমে আশা করা যায় গীবতকারীর গুনাফ মাফ হবে ইনশাআল্লাহ।

5

Tasks

১। অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ইস্তেগফার করুন। أَسْتَغْفِرُ اللَّهَ الْعَظِيمَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ (আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কায়্যুম ওয়া আতুবু ইলাইহি)

Daily 5x

২। যে ব্যক্তির গীবত করা হয়েছে সুযোগ থাকলে তার কাছে ক্ষমা চেয়ে নিন।

Once

৩। উক্ত ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করুন।

Once

৪। মজলিশ সমাপ্তির দু’আ পাঠ করুন : سُبْحَانَكَ اللَّهُمَّ وبَحَمْدكَ أشْهدُ أنْ لا إلهَ إلا أنْتَ أَسْتَغْفِرُكَ وأتُوبُ إِلَيْكَ (সুবাহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আসতাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা)

Daily 1x

৫। যে বৈঠকে কারো গীবত করে ফেলেছেন, ওই বৈঠকেই তার প্রশংসা করুন।

Once

Tags
avatar
Sheikh Ahmadullah's Tips

0 Comments

Looking forward to your feedback