ভ্রমণের আগে ব্যাগ গোছানোর কার্যকরী কিছু টিপস

by Richard Miller Bangla
Traveling
Published: 3 years ago
|Updated: 3 years ago
previewImage

আপনি যখন ভ্রমণ করেন, তখন অনেক প্রয়োজনীয় জিনিসপত্র আপনাকে প্যাক করতে হয়। ফলে আপনার লাগেজ বেশ ভারী হয়ে যায়। অনেক সময় জায়গা না হওয়ায় আপনাকে প্যাকিং তালিকা থেকে গুরুত্বপূর্ণ আইটেম বাদ দিয়ে দিতে হয়। এর বাইরেও, নিরাপত্তা এবং আরামের জন্য ভ্রমণের সময় আপনার কোন আইটেমগুলি সাথে নেয়া জরুরী সে বিষয়ে অনেক সময় আপনি নিশ্চিত থাকেন না। ভ্রমণের আগে ব্যাগ গোছানো সহজ করতে কার্যকরী কিছু টিপস :

18

Tasks

১. আপনার সব প্রয়োজনীয় জিনিসের নাম লেখা একটি প্যাকিং তালিকা তৈরি করুন।

Once

২. আপনার পরিধেয় কাপড়গুলো ভাঁজ না করে রোল করে প্যাক করুন।

Once

৩. আপনার এয়ারলাইন ব্যাগেজ ফি সম্পর্কে ভালোভাবে জেনে নিন।

Once

৪. যাত্রার জন্য আরামদায়ক এবং ভ্রমণ-বান্ধব পোশাক নির্বাচন করুন।

Once

৫. কবে কোন পোশাক পরবেন সেই পরিকল্পনা অনুযায়ী আপনার ব্যাগে পোশাক প্যাক করুন। উদাহরণস্বরূপ, যে পোশাকটি সবার আগে পরবেন সেটি ওপরে রাখুন।

Once

৬. আপনি কোনোকিছু প্যাকিং করতে ভুলে যাচ্ছেন কি না চেক করুন।

Once

৭. ঔষধ, স্যানিটাইজার এবং ইলেকট্রনিক ডিভাইসের মতো প্রয়োজনীয় জিনিষগুলো আলাদা ব্যাগে প্যাক করুন।

Once

৮. যাত্রাপথে ব্যবহারের জন্য পুনঃব্যবহারযোগ্য এবং টেকসই একটি পানির বোতল সাথে রাখুন।

Once

৯. ব্যাগ প্যাক করার সময় ভারী উপকরণগুলো নিচের দিকে রাখার চেষ্টা করুন।

Once

১০. আপনার ব্যাকপ্যাকে ছোট আকারের অতিরিক্ত লন্ড্রি ব্যাগ নিয়ে নিন।

Once

১১. আপনার সাথে থাকা জরুরী জিনিষগুলো পরিবহনের জন্য ক্রস-বডি সাইড ব্যাগ সাথে রাখুন।

Once

১২. ভ্রমণে যাবার সময় ব্যাগ বা স্যুটকেসে অতিরিক্ত জায়গা রাখুন। এই স্থানটি ভ্রমণ থেকে ফেরার পথে নতুন কেনা জিনিস রাখার জন্যে প্রয়োজন পড়বে।

Once

১৩. যে কোনো যায়গায় খাবার ভালোভাবে খাওয়ার জন্য চামচ, ছুরি ইত্যাদি সাথে নিন।

Once

১৪. ভ্রমণে ইউনিভার্সাল অ্যাডাপ্টার সাথে রাখুন যেন যে কোনো স্থানে আপনার ইলেকট্রনিক ডিভাইসের জন্য সেটি ব্যবহার করতে পারেন।

Once

১৫. প্লেনে ভ্রমণের সময় নরম স্কার্ফ সাথে রাখুন।

Once

১৬. কাপড় ইস্ত্রি করার জন্য একটি ছোটো আয়রন ম্যাশিন নিজের সাথে রাখুন।

Once

১৭. আপনার পছন্দ এবং আবহাওয়া অনুযায়ী অন্তত দুই ধরনের জুতা সাথে রাখার চেষ্টা করুন।

Once

১৮. একটি নরম এবং হালকা কম্বল সাথে নিয়ে নিন।

Once

Tags
avatar
Richard Miller Bangla

0 Comments

Looking forward to your feedback