কিভাবে কর্মক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবেন (১৫টি টিপস) - How to Impress at Work

by Solaiman Shukhon's Tips
Career
Published: 3 years ago
|Updated: 2 years ago
previewImage

অফিসে বা কর্মক্ষেত্রে সবাই কাজ করে। কিন্তু অফিসে কারও কারও ইমপ্রেশন অন্যদের চেয়ে অনেক আলাদা। তারা স্বতন্ত্র। সবার থেকে ভিন্ন। কিন্তু কেন? এর বেশ কিছু কারণ রয়েছে। কর্মক্ষেত্রে সবার থেকে আলাদা হয়ে নিজের জন্য স্বতন্ত্র একটি অবস্থান, একটি ক্ষেত্র তৈরি করে দিতে নীচের টিপসগুলো অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। বিঃ দ্রঃ এই পরামর্শগুলো 10 Minutes School এর জন্য সোলাইমান সুখন কর্তৃক প্রদানকৃত "চাকরী জীবনের প্রস্তুতি" শীর্ষক একটি কোর্সের অংশ। কেউ চাইলে https://10minuteschool.com/skills/courses/17/corporate-grooming লিঙ্কে গিয়ে সম্পূর্ণ কোর্সটি দেখতে নিতে পারেন।

15

Tasks

জটিল প্রজেক্টগুলো নিজে আগ্রহ দেখিয়ে গ্রহণ করুন। প্রজেক্টের কোনো কিছু না বুঝতে পারলে সরাসরি জিজ্ঞেস করুন। সবাই সাহায্য করবে।

Once

অফিসে অতিরিক্ত সময় দিন যাতে নিশ্চিত করতে পারেন যে আপনি একাধিক প্রজেক্টে কাজ করতে পারছেন।

Once

আপনার বেসিক কাজ ভালো করে করুন এবং তার সাথে আরও বেশি করুন। ওভারপারফর্ম করুন।

Once

কাজ জমা দেয়ার ডেডলাইন কোনোভাবেই বাড়াবেন না। সম্ভব হলে নির্ধারিত সময়ের আগে জমা দিন। মিটিং এ আগে উপস্থিত হন। কেউ কল করলে কল ব্যাক করুন। যেকোনো পরিস্থিতিতে দ্রুত সাড়া দিন।

Once

অফিস সময়ের আগে অফিসে চলে যান। পর্যাপ্ত সময় হাতে রেখে বাসা থেকে রওনা দিন। মনে রাখবেন আপনি কী কারণে অফিসে পৌঁছাতে দেরি করেছেন সেটি অফিসের দেখার বিষয় নয়।

Once

পোশাকের দিকে স্পষ্ট নজর দিন। যে পদে আছেন সে পদের জন্য নয়, যে পদে যেতে চান সে পদের জন্য পোশাক পরুন।

Once

সব সময় হাসিখুশি থাকুন।

Once

কম্পিউটারসহ অন্যান্য প্রয়োজনীয় ডিভাইস ব্যবহারে পারদর্শী হন।

Once

ব্যক্তিগত জীবনের সমস্যা অফিসে নিয়ে আসবেন না। অফিসের আপনি এবং অফিসের বাইরের আপনির সাথে পরিষ্কার পার্থক্য রাখুন।

Once

অকৃত্রিম হন। স্বল্পমেয়াদী লাভের জন্য দীর্ঘমেয়াদের ভবিষ্যৎ সাফল্যকে পায়ে ঠেলবেন না।

Once

প্রোঅ্যাকটিভ হন। কেউ বলার পরে করার চাইতে বলার আগে থেকে প্রস্তুত থাকুন যাতে বলামাত্র কাজ সম্পন্ন করতে পারেন।

Once

যে ফিল্ডে কাজ করছেন সে বিষয়ে ওহাকিবহাল থাকুন। পড়শোনা করুন, সিনিয়দের সাথে কথা বলুন, এক্সপার্টদের লেকচার দেখুন, ডকুমেন্টারি দেখুন। স্রোতের বাইরে যাবেন না।

Once

অ্যাসাইনমেন্ট এড়িয়ে যাবেন না।

Once

কী কী কাজ করছেন সেগুলর ট্র্যাক রাখুন। নিজের কাজের পরিমাণ ও মান পরীক্ষা করুন। নিজের বিচার নিজে করুন।

Once

আপনার এবং আপনার কাজের ফিডব্যাকের বিষয়ে খোলামেলা হন। যে কারও ফিডব্যাক ইতিবাচকভাবে নিতে শিখুন।

Once

Tags
avatar
Solaiman Shukhon's Tips

1 Comments

Looking forward to your feedback

  • Surjadip Roy
    3 years ago

    স্যার, আমার নাম সূর্যদীপ রায়। আমি কমার্সের একজন স্টুডেন্ট। আমি গত কয়েকদিন ধরে সিদ্ধান্তহীনতায় ভুগছি। কারণ আগামী 30 তারিখ আমার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হবে।তো এই মুহূর্তে একেক জন একেক কথা বলছে যে জেনারেল পড়তে পারো অনেক সকল ধরনের ভালো অপরচুনিটি পাবে। আবার অনেকে বলছে পলিটেকনিকেলে চার বছরের ডিপ্লোমা করার পর তুমি অর্থ উপার্জনে সক্ষম হবে। আর আমার স্বপ্ন হচ্ছে আমি একজন ব্যবসায়ী উদ্যোক্তা হব। তো এই মুহূর্তে আমার জন্য কোন পড়াশোনা টি ভালো হবে দয়া করে বলবেন স্যার।

    0