অফিসে বা কর্মক্ষেত্রে সবাই কাজ করে। কিন্তু অফিসে কারও কারও ইমপ্রেশন অন্যদের চেয়ে অনেক আলাদা। তারা স্বতন্ত্র। সবার থেকে ভিন্ন। কিন্তু কেন? এর বেশ কিছু কারণ রয়েছে। কর্মক্ষেত্রে সবার থেকে আলাদা হয়ে নিজের জন্য স্বতন্ত্র একটি অবস্থান, একটি ক্ষেত্র তৈরি করে দিতে নীচের টিপসগুলো অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। বিঃ দ্রঃ এই পরামর্শগুলো 10 Minutes School এর জন্য সোলাইমান সুখন কর্তৃক প্রদানকৃত "চাকরী জীবনের প্রস্তুতি" শীর্ষক একটি কোর্সের অংশ। কেউ চাইলে https://10minuteschool.com/skills/courses/17/corporate-grooming লিঙ্কে গিয়ে সম্পূর্ণ কোর্সটি দেখতে নিতে পারেন।
Once
Once
Once
Once
Once
Once
Once
Once
Once
Once
Once
Once
Once
Once
Once
Looking forward to your feedback
স্যার, আমার নাম সূর্যদীপ রায়। আমি কমার্সের একজন স্টুডেন্ট। আমি গত কয়েকদিন ধরে সিদ্ধান্তহীনতায় ভুগছি। কারণ আগামী 30 তারিখ আমার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হবে।তো এই মুহূর্তে একেক জন একেক কথা বলছে যে জেনারেল পড়তে পারো অনেক সকল ধরনের ভালো অপরচুনিটি পাবে। আবার অনেকে বলছে পলিটেকনিকেলে চার বছরের ডিপ্লোমা করার পর তুমি অর্থ উপার্জনে সক্ষম হবে। আর আমার স্বপ্ন হচ্ছে আমি একজন ব্যবসায়ী উদ্যোক্তা হব। তো এই মুহূর্তে আমার জন্য কোন পড়াশোনা টি ভালো হবে দয়া করে বলবেন স্যার।