হিংসুকের অনিষ্ট থেকে বাঁচার ৫টি উপায়

by Sheikh Ahmadullah's Tips
Religion
Published: 3 years ago
|Updated: 3 years ago

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক এবং রাষ্ট্রীয়; সকল ক্ষেত্রেই হিংসা নামক ব্যধিটি ভয়াবহ রূপ ধারণ করেছে। সাধারণত ব্যক্তির কোনো গুণ, যোগ্যতা বা প্রাপ্ত কোনো নিয়ামতের কারণেই তাকে হিংসা করা হয়, যা হিংসুকের নেই। তাই যে যত বেশি গুণী ও নেয়ামতপ্রাপ্ত তিনি তত বেশি হিংসার শিকার হন। হিংসার শিকার ব্যক্তি যদি হিংসুক থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখেন এবং তাকে উত্তম উপায়ে উপেক্ষা করে চলেন, তাহলে হিংসুকের উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণ থেকে বেঁচে থাকতে পারেন। হিংসার কুপ্রভাব, অস্বস্তি ও ক্ষতির প্রকোপ থেকে বাঁচতে নিম্নোক্ত উপায়সমূহ অবলম্বন করা যেতে পারে :

5

Tasks

১। সূরা ফালাক ও সূরা নাস বেশি বেশি পড়ুন।

Daily 2x

২। তাকওয়া অর্জন করুন এবং এর উপর অটল থাকুন।

Daily 1x

৩। সকাল ও সন্ধ্যায় কিছু বিশেষ দু’আ আছে, সেগুলো পাঠ করুন : حَسْبِيَ اللَّهُ لا إِلَـهَ إِلاَّ هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ (হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম) بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم (বিসমিল্লাহি লা য়াযুররু মাআ ইসমিহি শাইয়ুন ফিল আরযি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামীউল আলীম)

Daily 2x

৪। হিংসুকের সাথে ভালো আচরণ করুন।

Daily 1x

৫। আল্লাহর প্রতি বিশ্বাস/তাওহিদ দৃঢ় করুন।

Once

Tags
avatar
Sheikh Ahmadullah's Tips

0 Comments

Looking forward to your feedback