গীবতের অভ্যাস দূর করার ৫ টি কার্যকর উপায়

by Professor Mokhter Ahmad
Religion
Published: 3 years ago
|Updated: 3 years ago

ইসলামে গীবত বা কোনো ভাইয়ের অনুপস্থিতিতে তার সমালোচনা করা, দোষ-ত্রুটির কথা বলা অত্যন্ত গুরুতর একটি অপরাধ। কুরআনে গীবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। রসূল সা. বলেছেন, যারা অগ্র-পশ্চাতে অন্যের দোষ বলে বেড়ায়, তাদের জন্য রয়েছে ধ্বংসের দুঃসংবাদ।’ (সহিহ মুসলিম)। তিনি আরও বলেছেন, ‘পরনিন্দাকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না।’ (বুখারি ও মুসলিম) অথচ আমরা প্রতিদিনের কথাবার্তায় শুধু অভ্যাসের কারণেই অনেক গীবত করে ফেলি, এটাকে কিছুই মনে করি না। চলুন জেনে আসি এই ভয়াবহ ক্ষতিকর অভ্যাস দূর করার ৫ টি উপায় :

5

Tasks

১. গীবতের ভয়াবহতা সম্পর্কে জানুন। গীবত সম্পর্কে কুরআনের আয়াত ও হাদীসগুলো স্মরণ করুন।

Daily 1x

২. নিজের দিকে তাকান। আপনার নিজেরও কত ত্রুটি আছে, কত ভুল আপনি করে ফেলেন তা চিন্তা করুন।

Daily 1x

৩. অন্যদের যে দোষ-ত্রুটির কথা বলে মজা পাচ্ছেন, গীবতের কারণে ওই দোষ-ত্রুটি আল্লাহ আপনার মধ্যেও দিয়ে দেবেন এটা স্মরণ করুন।

Daily 1x

৪. গীবত করে যে আপনার নিজের কোনো ফায়দা নেই, সম্পূর্ণ বিনা কারণে বিনা ফায়দায় আপনি গুনাহের ভাগীদার হচ্ছেন -এটা উপলব্ধি করুন।

Daily 1x

৫. গীবত করে ফেললে নিজের কৃতকর্মের জন্য আল্লাহর কছে নিজের জন্য ক্ষমা প্রার্থনা করুন, ওই ভাইয়ের জন্য দোয়া করুন। সম্ভব হলে ওই ভাইয়ের কাছেও ক্ষমা চেয়ে নিন।

Daily 1x

Tags
avatar
Professor Mokhter Ahmad

0 Comments

Looking forward to your feedback