কিভাবে আপনার বাচ্চাকে নামাজ শিখাবেন?

by Baseera Multimedia's Tips
Religion
Published: 3 years ago
|Updated: 3 years ago

নামাজ হচ্ছে এমন একটি কাজ যা আমাদের সাথে আমাদের সৃষ্টিকর্তার সম্পর্ক স্থাপন করে। মহান আল্লাহ কিয়ামতের দিন সবার আগে আমাদের নামাজের হিসাব নিবেন। তাই সাত বছর বয়স হলেই ছোট বাচ্চাদের নামাজ শেখানো উচিৎ। নীচে ছোট বাচ্চাদেরকে নামাযে আগ্রহী করার জন্য কিছু পরামর্শ দেয়া হল :

6

Tasks

নামাজ পড়ানোর জন্যে বাচ্চাদের সাথে নম্র আচরণ করুন। তাদের ধমক দেবেন না।

Once

বাচ্চাদের সাথে সম্পর্ক তৈরি করুন। তাদের সাথে খেলায় অংশ নিন।

Once

উৎসাহ ও ধারাবাহিকতা বজায় রাখুন।

Once

বাচ্চারা যদি নামাজ পড়তে আলস্য প্রকাশ করে বা নামাজ পড়তে না চায় তাহলে তাদের জোর করবেন না। জোর করলে তারা নামাজের প্রতি উৎসাহ হারিয়ে ফেলতে পারে।

Once

নামাজের নিয়ত সম্পর্কে তাদের বুঝিয়ে বলুন। এমন যেন না হয় যে তারা বলে বা ভাবে যে আমি বাবা/মায়ের জন্যে নামাজ পড়ছি৷

Once

বাচ্চাদের থেকে নিখুঁত আচরণ আশা করবেন না। সহানুভূতিশীল এবং ধৈর্য্যশীল হন। নামাজের প্রতি বাচ্চাদের ভালোবাসা তৈরীর জন্যে আন্তরিকতার সাথে চেষ্টা করুন।

Once

Tags
avatar
Baseera Multimedia's Tips

1 Comments

Looking forward to your feedback

  • Jahidul Islam .
    3 years ago

    আল্লাহ তায়ালা আপনাদের যাযাখাইর দান করুক

    2