যুক্তরাজ্যে উচ্চশিক্ষার আবেদনের জন্য বাংলাদেশী শিক্ষার্থী হিসেবে যে ধাপগুলো অনুসরন করবেন

by Virtunus Abroad Study Tips
Education
Published: 2 years ago
|Updated: 2 years ago
previewImage

উচ্চশিক্ষার জন্য বাংলাদেশ থেকে যে সকল দেশে শিক্ষার্থীরা যাবার জন্যে সবচাইতে উৎসুক থাকেন তার মাঝে ইউনাইটেড কিংডম অন্যতম। ভিসা সংক্রান্ত জটিলতা কম হওয়ায় এবং জীবন যাত্রার উন্নত মানের কারনে অনেকেই বর্তমানে ইউনাইটেড কিংডমকে নিজেদের উচ্চশিক্ষা গ্রহনের অন্যতম প্রধান দেশ হিসেবে বিবেচনা করেন। আপনি যদি ইউকেতে উচ্চশিক্ষার জন্য যেতে আগ্রহী হয়ে থাকেন সে ক্ষেত্রে নিচে দেয়া পরামর্শগুলো আপনার কাজে আসতে পারেঃ

7

Tasks

১. প্রথমে আমার কাঙ্ক্ষিত কোর্স বা পড়বার বিষয় নির্বাচন করে নিন।

Once

২. কোর্স নির্বাচনের পর আপনার নির্বাচিত কোর্সটি ইউকের কোন শিক্ষাপ্রতিষ্ঠান অফার করছে সে ব্যাপারে ইন্টারনেটের মাধ্যমে ভালোভাবে জেনে নিন।

Once

৩. শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচনের সময় বাজেট, লোকেশন, সাব্জেক্ট, সার্টিফিকেট ভ্যালু ইত্যাদি বিষয়ে খেয়াল রাখুন।

Once

৪. শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচনের পর সেখানে আবেদনের জন্য যে সব ডকুমেন্টস প্রয়োজন হয় সেগুলো সংগ্রহ করুন।

Once

৫. শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হবার পর অনলাইনের মাধ্যমে টিয়ার ৮ (জেনারেল) ভিসার জন্য আবেদন করুন।

Once

৬. ভিসা প্রক্রিয়ায় বলা সকল ধরনের কাগজ আগে থেকে সংগ্রহ করুন এবং নির্দিষ্ট সময়ের ভেতরে জমা দেবার ব্যবস্থা করুন।

Once

৭. ভিসা পাওয়া হয়ে গেলে ইউকেতে যাবার প্রস্তুতি নিন এবং সেখানে যেয়ে থাকবার ব্যবস্থা নিশ্চিত করে দেশ ত্যাগ করুন।

Once

Tags
avatar
Virtunus Abroad Study Tips

0 Comments

Looking forward to your feedback