বাঙালি মানেই মাছ।মাছ ছাড়া যেন বাঙালি পরিপূর্ণ নয়।মাছের বিভিন্ন পদের মধ্যে মাছের কোরমা অন্যতম একটি মজাদার খাবার। তাহলে ঝটপট দেখে নিন এই সুস্বাদু মাছের কোরমার রেসিপিটি-
উপাদান:
১ পাউন্ড ফিশ ফিলেট রুই অথবা মৃগেল (মাছের টুকরো )
১ টেবিল চামচ লেবুর রস
১/২ চা চামচ লবণ
১/৪ কাপ পেঁয়াজ
১/২ কাপ পেঁয়াজ
৪ টি লবঙ্গ
৩ টি এলাচ
১ টি দারুচিনি
৬-৭ টি গোল মরিচ
৩ টেবিল চামচ পেঁয়াজ বাটা
আধা চা চামচ রসুন বাটা
আধা চা চামচ আদা বাটা
আধা চা চামচ মরিচ বাটা
১ চা চামচ ধনে গুড়া
১/২ চা চামচ লবণ
৩ টেবিল চামচ টক দই
১ চা চামচ কাজু বাদাম বাটা
১ টেবিল চামচ কিশমিশ বাটা
১ কাপ পানি
৩ টি কাঁচা মরিচ
১ চা চামচ ঘি
আধা চা চামচ গরম মসলা
14
Tasks
১। একটি পাত্রে লেবুর রস এবং লবণ দিয়ে মাছের টুকরোগুলো ভালোভাবে মেখে নিন।
Once
২। একটি প্যানে মাছের টুকরোগুলো ২ থেকে ৩ মিনিট ভাজুন। ভাজা হয়ে গেলে আলাদা একটি পাত্রে তুলে রাখুন।
Once
৩। এবার, প্যানে পাতলা করে কাটা ১/৪ কাপ পেঁয়াজ ভাজতে থাকুন যতক্ষণ না সেগুলো সোনালি বাদামী বর্ণ ধারন করে।
Once
৪। ভাজা হয়ে গেলে পেঁয়াজ আলাদা একটি পাত্রে তুলে রাখুন।
Once
৫। পুনরায়, তেল যুক্ত প্যানে ১/২ কাপ পেঁয়াজ কুচি, ৪ টি লবঙ্গ, ৩ টি এলাচ, ১ টি দারুচিনি, ৬-৭ টি গোল মরিচ, ও ৩ টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে নাড়তে থাকুন সোনালি বাদামী বর্ণ ধারন না করা পর্যন্ত।