যে কোন কিছু দ্রুত শেখার উপায়ঃ জেনে নিন অধ্যয়নের সেরা টিপসগুলো

by Sadman Sadik's Tips
Education
Published: 3 years ago
|Updated: 2 years ago

পড়াশোনার ক্ষেত্রে কোন কার্যকরী পদ্ধতি অবলম্বন না করলে এতে অনেক সময় ব্যয় করার পরেও আশানুরূপ ফলাফল পাওয়া যায় না। তাই বলা হয় ডোন্ট স্টাডি হার্ড, স্টাডি স্মার্ট। পড়ার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু বিষয় মেনে চললে খুব সহজেই নিজের লক্ষে পৌঁছানো যায় এবং যেকোনো বিষয় বেশ নিখুঁতভাবে আয়ত্ব করা যায়। সুতরাং, পড়াশোনাকে দ্রুত ও কার্যকরী করতে অনুসরণ করতে পারেন নিচের কৌশলগুলোঃ

15

Tasks

১। পড়ার সময় স্মৃতিবিজ্ঞান (নেমোনিক্স ) ব্যবহার করুন।

Daily 1x

২। হাতের নাগাল থেকে মোবাইল ফোন দূরে রাখুন।

Daily 1x

৩। দুইটি টাইট সেশনের মাঝে বিরতি নিন। অর্থাৎ, একটি কাজ শেষ করে, আরেকটি কাজ শুরু করার আগে একটু বিশ্রাম নিয়ে নিন।

Daily 1x

৪। বিশ্রাম নেয়ার সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না।

Daily 1x

৫। পড়ার জন্য ঘরে একটি নির্দিষ্ট স্থান নির্ধারণ করুন।

Once

৬। নতুন কিছু শিখলে তা অন্যদের শেখানোর চেষ্টা করুন।

Daily 1x

৭। পর্যাপ্ত পরিমাণে পানি পান করা অভ্যাস করুন।

Once

৮। যেকোনো টপিকের মূল বিষয়গুলো ( Key Points ) সহজে মনে রাখার জন্য স্টিকি নোটস, মার্কার বা হাইলাইটার ব্যবহার করুন।

Daily 1x

৯। একটি জিনিস শেখার পর তা বারবার অনুশীলন (প্র্যাক্টিস) করুন।

Daily 5x

10. প্রতিটি কাজের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা (Deadline) নির্কধারণ করুন।

Daily 1x

১১। মনোযোগ ধরে রাখতে না পারলে একটি ছোট বিরতি নিয়ে আবার কাজ শুরু করুন।

Daily 1x

১২। নিয়মিত ব্যায়াম করুন।

Daily 1x

১৩। নোট নেওয়ার ক্ষেত্রে মোবাইল ফোনের বদলে ডায়েরি ব্যবহার করুন।

Daily 1x

১৪। পিডিএফের পরিবর্বতে বইয়ের হার্ডকপি পড়ুন।

Daily 1x

১৫। শেখার সাথে সাথে তা বাস্তবে প্রয়োগ করুন।

Daily 1x

Tags
avatar
Sadman Sadik's Tips

0 Comments

Looking forward to your feedback