ব্যক্তিত্ববান মানুষ হওয়ার উপায়

by Pi Fingers Motivation's Tips
Self-Development
Published: 3 years ago
|Updated: 2 years ago

ব্যক্তিত্ববান মানুষদের সবাই পছন্দ করে। তারা যে কোনো পরিবেশ পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে পারেন এবং নিজের যথাযথ মূল্যায়ন আদায় করে নিতে জানেন। আসুন জেনে নেই ব্যক্তিত্ববান মানুষ হওয়ার উপায় :

11

Tasks

১। নিজের কাছে সৎ থাকুন। আপনি যা নন তা হওয়ার চেষ্টা করবেন না। কোন কিছু অপছন্দ হলে ভালো লাগার অভিনয় করবেন না। বিনয়ের সাথে ব্যাপারটি থেকে বের হয়ে আসুন বা আলাপচারিতা শেষ করুন।

Daily 1x

২। সবকিছুর ইতিবাচক দিক নিয়ে বেশি আগ্রহী থাকুন, ভালো দিকগুলো খুঁজে বের করুন এবং তা নিয়ে আনন্দিত থাকুন।

Daily 1x

৩। আন্তরিক হতে চেষ্টা করুন। জনপ্রিয় হওয়ার চেষ্টা করবেন না।

Daily 1x

৪। কিছু জানতে বা জানাতে নিজের আগ্রহ বাড়ান। নতুন কিছু শেখার মাধ্যমে নিজের অভিজ্ঞতা বৃদ্ধি করুন।

Daily 1x

৫। নিজের মতামত প্রকাশে দ্বিধা করবেন না। কারো কথাকে সমর্থন বা দ্বিমত পোষণে ঘাবড়ানোর কিছু নেই। নম্র ভাষায় নিজের যুক্তি তুলে ধরুন।

Daily 1x

৬। বেশী বেশী প্রশ্ন করুন এবং অন্যের প্রতি আগ্রহ প্রকাশ করুন। কারো আগ্রহ বা পছন্দ সম্পর্কে জানতে প্রশ্ন করাটা কার্যকরী।

Daily 1x

৭। নিজের ব্যক্তিত্বের ব্যাপারে আত্মবিশ্বাস বাড়ান। তবে লোকদেখানো বা শো অফ করা থেকে বিরত থাকুন।

Daily 1x

৮। হাসিখুশি ও দুশ্চিন্তামুক্ত থাকার চেষ্টা করুন। তবে অন্যের অবস্থা নিয়ে কখনো হাসি-ঠাট্টা করবেন না।

Daily 1x

৯। সহানুভূতি সম্পন্ন মানসিকতা তৈরি করুন। অন্যের মাঝে ভালো দিকগুলো খোঁজার চেষ্টা করুন।

Daily 1x

১০। স্থির, শান্ত ও নিরুদ্বেগ থাকুন। কঠিন পরিস্থিতিতে ঘাবড়ে যাবেন না , উত্তেজিত হয়ে উঠবেন না কিংবা একেবারে নিষ্ক্রিয় থাকবেন না।

Daily 1x

১১। কারো সম্পর্কে সহজেই কোন সিদ্ধান্তে আসবেন না। তাদের বুঝতে চেষ্টা করুন এবং ভালো সম্পর্ক বজায় রাখুন।

Weekly 1x

Tags
avatar
Pi Fingers Motivation's Tips

0 Comments

Looking forward to your feedback