ঈদুল ফিতর আমাদের জন্য আল্লাহর দেয়া একটি উৎসবের দিন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতরের আনন্দ ছড়িয়ে পড়ে প্রতিটি মুসলিমের হৃদয়েই। আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকবীরে মুখরিত হয় পৃথিবী।
আল্লাহর দেওয়া ঈদ আমাদের পালন করা উচিত নবীজি সা.-এর সুন্নাহ অনুসরণ করে। চলুন জেনে আসি ঈদুল ফিতরের সুন্নাহগুলোর কথা :
10
Tasks
১। ঈদুল ফিতরের দিন সকালে ঘুম থেকে দ্রুত উঠুন, আগে আগে ঈদগাহে যান।
Once
২। খেজুর বা মিষ্টি জাতীয় কিছু খেয়ে মসজিদে যান।
Once
৩। গোসল করুন, সুগন্ধী ব্যবহার করুন এবং মেসওয়াক করুন।
Once
৪। ঈদুল ফিতরের দিন তুলনামূলকভাবে উত্তম পোশাকটি পরিধান করুন।
Once
৫। শারীরিক অবস্থা ভালো থাকলে পায়ে হেঁটে মসজিদে যান।
Once
৬। ঈদগাহে যাওয়ার সময় তাকবীর বলতে থাকুন।
Once
৭। ঈদগাহে আসা ও যাওয়ার সময় ভিন্ন ভিন্ন পথ ব্যবহার করুন।
Once
৮। হাসিমুখে থাকার চেষ্টা করুন।
Once
৯। ঈদগাহ বা মাঠে ঈদের নামাজ আদায় করার চেষ্টা করুন।