ইউটিউবে সফল হওয়ার ৫ টি দরকারি টিপস

by Sohag 360's Tips
Career
Published: 3 years ago
|Updated: 2 years ago

যেকোনো কর্মক্ষেত্রেই সাফল্যের জন্য দরকার ইচ্ছাশক্তি এবং কঠোর পরিশ্রম। বর্তমানে ইউটিউব বহু মানুষের কর্মস্থানে রূপান্তরিত হয়েছে। একেই মানুষ পেশা বা জীবিকা হিসেবে বেছে নিচ্ছে নির্দ্বিধায়। তাই এর জন্যেও প্রয়োজন সুদৃঢ় ইচ্ছাশক্তি আর কঠোর সাধনার সংমিশ্রণ। আর এর সাথে উক্ত ফিল্ডে অভিজ্ঞদের পরামর্শও অনেক মূল্যবান হতে পারে। তাই, ইউটিউবে সফলতার জন্য অভিজ্ঞতানিসৃত নিচের ৫টি টিপস অনুসরণ করতে পারেন।

5

Tasks

১। কখনোই ক্রমাগতভাবে ৩/৪টা বাজে বা লো কোয়ালিটির ভিডিও আপলোড করবেন না।

Once

২। আপনার চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করুন।

Once

৩। ওয়াচটাইমের উপর ফোকাস করুন। দর্শককে যেন ভিডিও এর অন্তত মাঝখান পর্যন্ত ধরে রাখা যায় সেই চেষ্টা করুন।

Once

৪। ভিডিও ভাইরাল হোক এটা কখনোই এক্সপেক্ট করবেন না বা অন্য কোনোভাবে চেষ্টা করবেন না।

Once

৫। থাম্বনেইল এবং টাইটেলের উপর ফোকাস করুন।

Once

Tags
avatar
Sohag 360's Tips

2 Comments

Looking forward to your feedback

  • JiboN EditZ
    3 years ago

    okk

    0
  • Rayan shihab
    3 years ago

    vai apnar first follower kintu!

    0