ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনা আমাদের দেশে যেন নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে। একটি দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ঘটছে আরেকটি দুর্ঘটনা। স্বাভাবিক মৃত্যুই যেন অস্বাভাবিক। কুরআনে আল্লাহ বলেছেন, ظَهَرَ الۡفَسَادُ فِی الۡبَرِّ وَ الۡبَحۡرِ بِمَا کَسَبَتۡ اَیۡدِی النَّاسِ لِیُذِیۡقَهُمۡ بَعۡضَ الَّذِیۡ عَمِلُوۡا لَعَلَّهُمۡ یَرۡجِعُوۡنَ মানুষের কৃতকর্মের দরুন স্থলে ও সমুদ্রে ফাসাদ প্রকাশ পায়। যার ফলে আল্লাহ তাদের কতিপয় কৃতকর্মের স্বাদ তাদেরকে আস্বাদন করান, যাতে তারা ফিরে আসে। -সূরা রূম, আয়াত : ৪১ আমাদের দেশের দুর্ঘটনাগুলো সাধারণত আমাদেরই নানা অব্যবস্থাপনা, অনিয়ম, অবকাঠামোগত ত্রুটি ও অসতর্কতার কারণে ঘটে থাকে। পাশাপাশি গুনাহ থেকেও আমাদের বাঁচতে হবে। রসূল সা. বলেছেন, কোনো জনপদে বেহায়াপনা, নির্লজ্জতা ও ব্যভিচার ব্যপকভাবে বিস্তার লাভ করলে আল্লাহ ওই জনপদ থেকে থেকে তার সাধারণ নিরাপত্তা তুলে নেন, ফলে এমন এমন বিপদ দেখা দেয়, যেগুলো ইতিপূর্বে ছিলো না। অগ্নিকাণ্ড থেকে বাঁচারর আমল ও দোয়া:
Once
Daily 1x
Daily 1x
Daily 1x
Looking forward to your feedback