দোয়া কবুল হওয়ার ৩টি টিপস

by Islamic Lifestyle
Religion
Published: 2 years ago
|Updated: 2 years ago
previewImage

রসূল সা. সা’দ ইবনে আবী ওয়াক্কাস রা.-কে বলেছিলেন, يا سعد أطب مطعمك تكن مستجاب الدعوة হে সা’দ, তোমার খাবার পবিত্র করো, তাহলে তোমার দোয়া কবুল হবে। -আল মু’জামুল আওসাত লিত-তাবরানী আরেক হাদীসে রসূল সা. বলেছেন, الرجل يطيل السفر أشعث أغبر يمد يديه إلى السماء يا رب يا رب، ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنى يستجاب لذلك এক ব্যক্তি দীর্ঘ সফরের পরে এলোমেলো চুলে ও ধুলায় ধুসরিত অবস্থায় আকাশের দিকে দু'হাত তুলে বলে, হে আমার রব! হে আমার রব! ‍কিন্তু তার খাদ্য হারাম, পানীয় হারাম, পোষাক-পরিচ্ছদ হারাম এবং তাঁর শরীর গঠিত হয়েছে হারামে। সুতরাং তাঁর দু’আ কিভাবে কবুল করা হবে! -সহিহ মুসলিম একবার উম্মে সুলাইম রহ. রসূল সা.-এর কাছে এসে বললেন, হে আল্লাহর রসূল! আমাকে কিছু কথা শিখিয়ে দিন যে কথাগুলো দিয়ে আমি দোয়া করতে পারি। রসূল সা. বললেন, تسبحين الله عشرًا وتحمدينه عشرًا وتكبرينه عشرًا، ثم سلي حاجتك فإنه يقول قد فعلت قد فعلت তুমি দশবার সুবাহানাল্লাহ এবং দশবার আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহর কাছে নিজের প্রয়োজন তুলে ধরো, তিনি বলবেন, আমি তোমাকে তাই দিয়ে দিলাম, তাই দিয়ে দিলাম। -মুসনাদে আহমদ

3

Tasks

১. হালাল উপায়ে আয় করুন। আয়ের অন্যায় ও অবৈধ পন্থাগুলো পুরোপুরি পরিহার করুন।

Daily 1x

২. সর্বাবস্থায় পবিত্র ও হালাল খাবার গ্রহণ করুন। মদ, শুকরের গোশত ইত্যাদি অবৈধ ও অপবিত্র খাবার বর্জন করুন।

Daily 1x

৩. দোয়া করার আগে দশবার আল্লাহর পবিত্রতা ঘোষণা করুন অর্থাৎ সুবাহানাল্লাহ বলুন এবং দশবার আল্লাহর প্রশংসা করুন অর্থাৎ আলহামদুলিল্লাহ বলুন।

Daily 1x

Tags
avatar
Islamic Lifestyle

0 Comments

Looking forward to your feedback