আল্লাহর মুখাপেক্ষী হওয়া এবং তাঁর নৈকট্য লাভ করা ছাড়া মানুষ সফল হতে পারে না। দু’আ আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম। রাসূলুল্লাহ সা. বলেছেন, “যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না বা দু’আ করে না, আল্লাহ তাকে পছন্দ করেন না।“ (সুনানে তিরমিযী) সুতরাং জীবনের সকল আশা আকাঙ্ক্ষা নির্দ্বিধায় আল্লাহর কাছে পেশ করা উচিত। কুরআন ও হাদীস মোতাবেক দু’আ বিশেষভাবে কবুল হয় : * সেজদাবনত অবস্থায় * জুমার দিন আসরের পর থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত * ক্বদরের রাত্রিতে * কুরআন খতমের পর * জমজমের পানি পান করার পর * ক্বাবা তাওয়াফ করার পর * ক্বাবার দরজার কাছে অবস্থান করার সময় * আরাফার ময়দানে * মুযদালিফায় তবে দু’আ কবুলের কিছু আবশ্যিক পূর্বশর্ত রয়েছে। পাঁচটি শর্ত নিচে উল্লেখ করা হলো :
Daily 1x
Daily 1x
Daily 1x
Daily 1x
Daily 1x
Looking forward to your feedback