দু’আ কবুলের জন্য যে ৫টি শর্ত মেনে চলতে হবে

by Mizanur Rahman Azhari's Tips
Religion
Published: 3 years ago
|Updated: 3 years ago

আল্লাহর মুখাপেক্ষী হওয়া এবং তাঁর নৈকট্য লাভ করা ছাড়া মানুষ সফল হতে পারে না। দু’আ আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম। রাসূলুল্লাহ সা. বলেছেন, “যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না বা দু’আ করে না, আল্লাহ তাকে পছন্দ করেন না।“ (সুনানে তিরমিযী) সুতরাং জীবনের সকল আশা আকাঙ্ক্ষা নির্দ্বিধায় আল্লাহর কাছে পেশ করা উচিত। কুরআন ও হাদীস মোতাবেক দু’আ বিশেষভাবে কবুল হয় : * সেজদাবনত অবস্থায় * জুমার দিন আসরের পর থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত * ক্বদরের রাত্রিতে * কুরআন খতমের পর * জমজমের পানি পান করার পর * ক্বাবা তাওয়াফ করার পর * ক্বাবার দরজার কাছে অবস্থান করার সময় * আরাফার ময়দানে * মুযদালিফায় তবে দু’আ কবুলের কিছু আবশ্যিক পূর্বশর্ত রয়েছে। পাঁচটি শর্ত নিচে উল্লেখ করা হলো :

5

Tasks

১. সবসময় হালাল উপার্জন করুন ও হালাল খাদ্য গ্রহণ করুন।

Daily 1x

২. একমাত্র আল্লাহর কাছে দু’আ করুন। (কখনো প্রাকৃতিক কোন শক্তি, বুজুর্গ ব্যক্তি, মাজার ইত্যাদি থেকে কিছু পাওয়ার আশা করবেন না)

Daily 1x

৩. আল্লাহ দু’আ কবুল করবেন এই ব্যাপারে সবসময় সুদৃঢ় বিশ্বাস রাখুন।

Daily 1x

৪. সর্বদা রাসূল সা.-এর জন্য দরূদ পাঠ করে দু’আ শুরু করুন।

Daily 1x

৫. দু’আ করার সাথে সাথে সাথে নিজের প্রচেষ্টাও চালিয়ে যান।

Daily 1x

Tags
avatar
Mizanur Rahman Azhari's Tips

0 Comments

Looking forward to your feedback