যৌনমিলনের ১০টি বিধান ও সুন্নাহ

by Faruk Ferdous
Religion
Published: 2 years ago
|Updated: 2 years ago
previewImage

স্বামী-স্ত্রীর সহবাস বা শারীরিক সম্পর্কের ক্ষেত্রেও পরিপূর্ণ জীবন বিধান ইসলামের কিছু নির্দেশনা, বিধান ও সুন্নাহ রয়েছে। এগুলো যেমন স্বামী স্ত্রীর সম্পর্ককে আনন্দময় করতে সাহায্য করে, একইসাথে নেক সন্তান লাভ করার সম্ভাবনা বাড়ে, আল্লাহ বরকত দান করেন, সন্তানকে শয়তান থেকে রক্ষা করেন। রসূল সা. বলেছেন, لو أن أحدكم إذا أراد أن يأتي أهله قال: باسم الله، اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا، فإنه إن يقدر بينهما ولد في ذلك لم يضره شيطان أبداً যদি তোমাদের কেউ স্ত্রীর সাথে মিলিত হওয়ার ইচ্ছা করে সে যেন বলে, আল্লাহর নামে হে আল্লাহ আমাদেরকে এবং আমাদের আপনি যে সন্তান দান করবেন তাকে শয়তান থেকে রক্ষা করুন। -সহিহ বুখারী, সহিহ মুসলিম কুরআন, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ ও বিভিন্ন কথা থেকে আমরা সহবাসের দশটি বিধান ও সুন্নাহর কথা জানতে পারি :

10

Tasks

১. সহবাসের আগে সুগন্ধি ব্যবহার করুন। -বুখারী, মুসলিম

Once

২. সহবাসের আগে যৌনক্রীড়ার (ফোর প্লে) মাধ্যমে স্ত্রীকে উত্তেজিত করুন, যেন সে সহবাসের আনন্দ পরিপূর্ণভাবে পায়। -বুখারী, মুসলিম

Once

৩. সহবাসের আগে এই দোয়া পড়ুন : باسم الله، اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا আল্লাহর নামে হে আল্লাহ আমাদেরকে এবং আমাদের আপনি যে সন্তান দান করবেন তাকে শয়তান থেকে রক্ষা করুন। -বুখারী, মুসলিম

Once

৪. উভয়ের পছন্দ ও ইচ্ছা অনুযায়ী যৌনমিলনের যে কোনো আসন গ্রহণ করা যায় তবে সর্বাবস্থায় প্রাকৃতিক ও যৌনাঙ্গে যৌনমিলন করুন। নোংরা, অস্বাস্থ্যকর ও অপ্রাকৃতিক পন্থা পরিহার করুন। -সূরা বাকারা, আয়াত : ২২৩

Once

৫. স্বামীর বীর্যপাত হয়ে গেলে বা পূর্ণ আনন্দ পেয়ে গেলেও স্ত্রী পূর্ণ তৃপ্তি পাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। -মুসান্নাফে আব্দুর রাজ্জাক

Once

৬. স্ত্রী ঋতুবতী হলে যৌনমিলন থেকে বিরত থাকুন। -সূরা বাকারা, আয়াত : ২২২

Once

৭. এনাল সেক্স বা পায়ুসঙ্গম থেকে বিরত থাকুন। -সুনানে আবু দাউদ

Once

৮. বীর্যপাত হোক বা না হোক যৌনমিলনের পর গোসল করুন। -সহিহ মুসলিম

Once

৯. যৌনমিলনের সময় সম্ভব হলে নিজেদের ওপর একটি চাদর বা কাঁথা টেনে দিন, পুরোপুরি নগ্নতা পরিহার করুন। -সুনানে ইবনে মাজা

Once

১০. নিজেদের একান্ত সম্পর্ক ও আচরণের বিষয়গুলো অন্য কারো কাছে প্রকাশ করা থেকে বিরত থাকুন। -সহিহ মুসলিম

Once

Tags
avatar
Faruk Ferdous

0 Comments

Looking forward to your feedback