টাইমবক্সিংঃ এলন মাস্কের সময় ব্যবস্থাপনা পদ্ধতি

by Trapa Das Gupta
Daily Life
Published: 3 years ago
|Updated: 3 years ago

এটা কোনো গোপন বিষয় নয় যে এলন মাস্কের প্রতিদিনের কাজের তালিকা একজন গড়পড়তা সাধারণ কর্মীর সারাদিনের কর্মতালিকা থেকে অনেক বড়। আমরা সবাই জানি এলনের দৈনন্দিন কাজের সময়সূচী অসম্ভব রকমের কর্মব্যাস্ত। কিন্তু তারপরও তিনি ৫ মিনিটের টাইম ব্লক শিডিউলের মাধ্যমে সব কাজ করা নিশ্চিত করেন। তাঁর চাহিদা ব্যাপক, কিন্তু এলান সবসময় নিশ্চিত করেন যেন সব কাজ সম্পন্ন হয়। এই কাজটি তিনি করেন ৫ মিনিটের টাইম ব্লক সময়ে কাজের ব্যাপারে শোনার মাধ্যমে। বিস্ময়কর ব্যাপার, এই পদ্ধতিকে বলা হয় “টাইম বক্সিং” বা “টাইম ব্লকিং”। “টাইম বক্সিং” পদ্ধতির মাধ্যমে আপনার সময়কে সঠিক উপায়ে কাজে লাগানোর কিছু গুরুত্বপূর্ণ এবং কার্যকরী টিপস নিচে দেওয়া হলোঃ

10

Tasks

নোটবুকের একটি পৃষ্ঠা বা হোয়াইট বোর্ড নিন এবং তাকে দুটি ব্লক বা কলামে বিভক্ত করুন।

Once

আপনার দৈনিক কাজের পরিকল্পনা সেখানে লিখুন এবং আন্দাজ করুন কোন কাজটি কতোটা সময় নিতে পারে।

Once

সঠিকভাবে অনুমান করুন কোন কাজটি সম্পন্ন করতে আপনার কত সময় লাগতে পারে।

Once

টগল নামের অ্যাপ ব্যবহার করে আপনি প্রতিটি কাজের সঠিক সময় ট্যাক করুন।

Once

আপনার বড় কাজগুলোকে ছোট ছোট কাজে বিভক্ত করে নিন।

Once

যদি আপনার পরিকল্পনা বাধাগ্রস্ত হয়, তাহলে আপনার পরিকল্পনাটিতে প্রয়োজনীয় সংশোধন করুন।

Once

যদি আপনি আপনার পরিকল্পনা পুরোপুরিভাবে অনুসরণ করতে না পারেন, তাহলে এ নিয়ে নিরুৎসাহিত হবেন না।

Once

দিন শেষে বিশ্লেষণ করার চেষ্টা করুন কি কারনে আপনার পরিকল্পনা বাধাগ্রস্থ হয়েছে।

Once

একই দিনে সময়ের চাইতে বেশি কাজ রাখার প্রলোভন এড়িয়ে চলুন।

Once

অপ্রত্যাশিত কোনো কাজ চলে আসলে যাতে সেটি সম্পন্ন করা যায় তেমন সময়ের ফাঁকা রাখুন এবং টাইমবক্সিং এর সীমাবদ্ধতা থেকে পাওয়া কার্যকরী সুবিধাগুলি গ্রহণ করুন।

Once

Tags
avatar
Trapa Das Gupta

0 Comments

Looking forward to your feedback