'ব্ল্যাক ফাঙ্গাস' সংক্রমণ থেকে যেভাবে নিজেকে সুরক্ষীত রাখবেন

by Dr Tasnim Jara
Health
Published: 3 years ago
|Updated: 3 years ago

ব্ল্যাক ফাঙ্গাস নতুন রোগ নয়, বহু পুরোনো রোগ। রোগের বৈজ্ঞানিক নাম Mucormycosis। পরিবেশের বিভিন্ন উপাদান যেমন মাটি, বায়ু, পচনশীল বস্তু ইত্যাদি থেকে নানান ধরনের ফাঙ্গাস মানবদেহে প্রবেশ করে এই ধরনের সঙ্ক্রমণের সৃষ্টি করতে পারে। তবে শরীরে প্রবেশ করলেই সবার ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ হয় না। কারো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব দুর্বল হলে ব্ল্যাক সাঙ্গাসের সংক্রমণ হবার সম্ভবনা থাকে। নিচে ব্ল্যাক ফাঙ্গাস থেকে সুরক্ষিত থাকার কিছু পরামর্শ দেয়া হলোঃ

6

Tasks

১. চিকিৎসকের পরামর্শ ছাড়া স্টেরয়েড (Dexamethasone) জাতীয় ঔষধ সেবন থেকে বিরত থাকুন।

Once

২. সবসময় ধুলো-ময়লা পরিবেষ্টিত এলাকা যেমন - নির্মানাধিন ভবন ইত্যাদি এড়িয়ে চলুন।

Once

৩. আপনাদের মাঝে যাদের নিয়মিত মাটি স্পর্শ করে কাজ করতে হয়, তারা কাজের সময় নিয়মিত হাতে গ্লাভস ব্যবহার করুন।

Once

৪. নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলুন।

Once

৫. চিকিৎসকের পরামর্শ ছাড়া অপ্রয়োজনে এন্টিবায়োটিক জাতীয় ঔষধ সেবন থেকে বিরত থাকুন।

Once

৬. আপনার ডায়াবেটিস সবসময় নিয়ন্ত্রণে রাখুন।

Once

Tags
avatar
Dr Tasnim Jara

0 Comments

Looking forward to your feedback