কোনো পাপ হয়ে গেলে দ্রুত অনুশোচিত হওয়া উচিত এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। তবে অতি পাপবোধ থেকে যদি নেক কাজের আগ্রহই নষ্ট হয়ে যায় এবং আল্লাহর রহমত ও ক্ষমা থেকে নিরাশা সৃষ্টি হয় তাহলে তা ক্ষতিকর ও নিষিদ্ধ। এ রকম পাপবোধ থেকে বের হয়ে আসার চেষ্টা করতে হবে। এটা চিন্তা করতে হবে যে, মানুষ মাত্রই ভুল করে। আল্লাহর তওফিক ছাড়া কেউ ভুল বা পাপ থেকে মুক্ত থাকতে পারে না। রসূল সা. বলেছেন, প্রত্যেকটা মানুষই ভুল করে, ভুলকারীদের মধ্যে উত্তম হলো তওবাকারীরা। -সুনানে তিরমিযী কুরআনে আল্লাহ বলেছেন, বলো ‘হে আমার বান্দারা! তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ - আল্লাহর রহমত থেকে নিরাশ হয়োনা; আল্লাহ সমুদয় পাপ ক্ষমা করে দেবেন। তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু। তোমরা তোমাদের রবের অভিমুখী হও এবং তাঁর নিকট আত্মসমর্পণ করো অতর্কিতভাবে শাস্তি এসে পড়ার আগেই, শাস্তি এসে পড়ার পর আর তোমাদেরকে সাহায্য করা হবেনা।’ সূরা যুমার, আয়াত : ৫৩, ৫৪
Daily 1x
Daily 1x
Daily 1x
Daily 1x
Daily 1x
Looking forward to your feedback