সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে পাঁচটি কাজ করুন

by Sheikh Ahmadullah's Tips
Parenting
Published: 3 years ago
|Updated: 3 years ago

সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাতে চান, সৎ ও আদর্শবান বানাতে চান, তাহলে আগে নিজের অবস্থা সংশোধন করতে হবে। নিজে উত্তম মানুষ হতে হবে। আর সন্তানের জন্য বেশি বেশি দোয়া করতে হবে। সূরা ফুরকানের ১৪ নাম্বার আয়াতে আল্লাহ আমাদের সন্তানের জন্য দোয়া করতে শিখিয়েছেন। আমাদের সন্তানরা যেন মুত্তাকীদের ইমাম হয়। উত্তম বান্দাদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন, ‘যারা বলে হে আমাদের রব! আমাদেরকে এমন জীবনসঙ্গী ও সন্তান দান করো যাদের দেখে আমাদের চোখ জুড়িয়ে যায় আর আমাদেরকে মুত্তাকীদের অনুসরণীয় বানিয়ে দাও।’ -সূরা ফুরকান, আয়াত : ৭৪

5

Tasks

১. নিজে আদর্শবান মানুষ হোন। মুখলিস, মুত্তাকী ও পরহেযগার হোন। আপনি যেন সন্তানের জন্য সর্বোত্তম আদর্শ হতে পারেন।

Daily 1x

২. সন্তানের জন্য বেশি বেশি দোয়া করুন। সন্তানের জন্য মা বাবার দোয়া কবুল হয়।

Daily 1x

৩. সন্তানকে ভালো মানুষদের সাহচর্য ও সান্নিধ্যে রাখুন।

Daily 1x

৪. সন্তানের জন্য উত্তম শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করুন। এ ক্ষেত্রে অভিজ্ঞ ও দীনদার মানুষের পরামর্শ নিন।

Daily 1x

৫. নিয়মিত সন্তানের শিক্ষা দীক্ষার খোঁজ খবর নিন।

Daily 1x

Tags
avatar
Sheikh Ahmadullah's Tips

0 Comments

Looking forward to your feedback